আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওস্তাদ
আমার পরিবার সুদ দেওয়ার পক্ষে,,,তারা কিস্তির সাথে জড়িত।সবাইকে বললেও কাজ হবে না,,তাই আমার আম্মু যেইগুলা সাথে জড়িত আমি তা ভাঙতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা সহজ করেছেন।
আমার বাবা আম্মুকে কিস্তি তুলতে বলে,, আম্মু তুলে দিয়েছে,,
এখন আমি আম্মু কে সুদ দেওয়া সম্পর্কে অবগত করেছি,,আমাদের কিছু জমানো টাকা ছিলো তা দিয়ে কিস্তি ভেঙে ফেলেছি।লাভ দিতে হয়েছে কিছু,,যদি শেষ সময় পর্যন্ত টেনে নিয়ে যেতাম তাহলে আরো অনেক লাভ দিতে হতো।
আমাদের অনেকগুলো ডিপিএস আছে,,, যেখান থেকে কিস্তি নিয়েছিলাম সেই জায়গাতেই।সব আম্মুর নামে।
আম্মুকে বুঝিয়েছি আলহামদুলিল্লাহ আম্মু বুঝেছে।
কিস্তির পাশাপাশি আমাদের ডিপিএস গুলো সব ভেঙে ফেলেছি।এই সংস্থাগুলো তো টাকাগুলোকে লাভ এ লাগায় আমি তাই জানি।
আমার বাবার কষ্টের ইনকাম এইভাবে হারাম হয়ে যাচ্ছে এইটা ভেবেই কাজটা করেছি।
১_ডিপিএস ভাঙার পরে একটা ভালো এমাউন্ট লাভ দিয়েছে এখন এই লাভ এর টাকা কি করবো?
২_লাভ এর টাকা দান সাদাকা করা জায়েজ হবে?
৩_আমাদের ডিপিএস এর আসল টাকা কি হালাল আছে?
৪_এত পরিমান অর্থ ঘরেও নিরাপদ না,,, এইক্ষেত্রে কি করতে পারি?
৫_ডিপিএস গুলো আমার আম্মুর নামে। আমার বাবা টাকা দেয় আম্মু জমা রাখে,,,আব্বুকে না জানিয়ে এই কাজটা করেছি,,, কারণ আব্বুকে জানালে আব্বু কখনই ডিপিএস ভাঙতে দিত না।যত যাই বলি না,কেন!তার অর্থ তাকে না জানিয়ে উত্তোলন করেছি এতে কি আমাদের গুনাহ হবে?