আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
181 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (38 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া  রহমাতুল্লাহি ওস্তাদ
আমার পরিবার সুদ দেওয়ার পক্ষে,,,তারা কিস্তির সাথে জড়িত।সবাইকে বললেও কাজ হবে না,,তাই আমার আম্মু যেইগুলা সাথে জড়িত আমি তা ভাঙতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা সহজ করেছেন।

আমার বাবা আম্মুকে কিস্তি তুলতে বলে,, আম্মু তুলে দিয়েছে,,

এখন আমি আম্মু কে সুদ দেওয়া সম্পর্কে অবগত করেছি,,আমাদের কিছু জমানো টাকা ছিলো তা দিয়ে কিস্তি ভেঙে ফেলেছি।লাভ দিতে হয়েছে কিছু,,যদি শেষ সময় পর্যন্ত  টেনে নিয়ে যেতাম তাহলে আরো অনেক লাভ দিতে হতো।
আমাদের অনেকগুলো ডিপিএস আছে,,, যেখান থেকে কিস্তি নিয়েছিলাম সেই জায়গাতেই।সব আম্মুর নামে।

আম্মুকে বুঝিয়েছি আলহামদুলিল্লাহ আম্মু বুঝেছে।

কিস্তির পাশাপাশি আমাদের ডিপিএস গুলো সব ভেঙে ফেলেছি।এই সংস্থাগুলো তো টাকাগুলোকে লাভ এ লাগায় আমি তাই জানি।
আমার বাবার কষ্টের ইনকাম এইভাবে হারাম হয়ে যাচ্ছে এইটা ভেবেই কাজটা করেছি।

১_ডিপিএস ভাঙার পরে একটা ভালো এমাউন্ট লাভ দিয়েছে এখন এই লাভ এর টাকা কি করবো?

২_লাভ এর টাকা দান সাদাকা করা জায়েজ হবে?
৩_আমাদের ডিপিএস এর আসল টাকা কি হালাল আছে?

৪_এত পরিমান অর্থ ঘরেও নিরাপদ না,,, এইক্ষেত্রে কি করতে পারি?

৫_ডিপিএস গুলো আমার আম্মুর নামে। আমার বাবা টাকা দেয় আম্মু জমা রাখে,,,আব্বুকে না জানিয়ে এই কাজটা করেছি,,, কারণ আব্বুকে জানালে আব্বু কখনই ডিপিএস ভাঙতে দিত না।যত যাই বলি না,কেন!তার অর্থ তাকে না জানিয়ে উত্তোলন করেছি এতে কি আমাদের গুনাহ হবে?

1 Answer

0 votes
by (590,550 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রচলিত ডিপিএস,স্কীম ডিপিএস, ফিক্সট ডিপোজিট হারাম এবং পরিত্যাজ্য।

তবে যদি কোনো ব্যাংক শরীয়তকে পুরোপুরি মেনে এই সমস্ত প্রকল্প, স্কীমগুলো প্রনয়ন করে ও যত্নসহকারে তা পালন করতে সচেষ্ট থাকে তবে তা জায়েয হবে। যেমন পাকিস্তানের মিজান ব্যাংক সম্পর্কে শুনা যায়,যে তারা সম্পূর্ণভাবে শরীয়তকে মেনে চলে।
যত্নসহকারে পালনের অর্থ হচ্ছে,ডিপিএস এমন হতে হবে যে,যে মেয়াদের জন্য ডিপি এস করা হবে,মেয়াদ শেষ হওয়ার পর আসল ব্যতীত মুনাফা কত? তা নির্দিষ্ট  হতে পারবে না।
যদি মুনাফা নির্দিষ্ট হয়ে থাকে,তাহলে সেটা সুদের অন্তর্ভুক্ত হয়ে হারাম হয়ে যাবে।

যদি কেউ টাকা জমানোর উদ্দেশ্যে তথাকথিত ইসলামী ব্যাংকগুলোতে ৫-১০ বছর মেয়াদী ডিপিএস করে নেয়, তাহলে সে শুধুমাত্র আসল নিতে পারবে। মুনাফা নিতে পারবে না। কেননা মুনাফা সুদ। আর সুদ হারাম।


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সুতরাং আপনার ও আপনার মায়ের ডিপি এস ভঙ্গ ঠিকই আছে। আপনার বাবার অগোচরে ডিপিএস ভঙ্গ করাতে আপনার ও আপনার মায়ের কোনো গোনাহ হবে না।মূল টাকার মালিক আপনারা হবেন,অতিরিক্ত টাকা সওয়াবের নিয়ত ব্যতিত সদকাহ করে দিবেন।জাযাকুমুল্লাহ। ঐ টাকাগুলোর মালিক যেহেতু আপনার বাবা তাই ঐ টাকাগুলোকে যে কোনো উপায়ে বাবার নিকট পৌছিয়ে দিবেন।নিজে খরচ করতে পারবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 123 views
...