ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহরে ফাতেমি সুন্নত কি না? সে সম্পর্কে ফুকাহায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ কথা হল, মহরে ফাতেমি সুন্নত।কেননা রাসূলুল্লাহ সাঃ এর পক্ষ থেকে যত মহর নির্ধারণ করা হয়েছে বা আদায় করা হয়েছে, সেগুলোর পরিমাণ বুটিশ পদ্ধতির হিসেবে ১ কিলো ৫৩০ গ্রাম ৭০৮ মিলিগ্রাম(1.531kg) ছিলো।এটাই ফাতেমা রাযি এর মহর ছিলো।
মোটকথা কথা যায়, ১৩১ তুলা রোপা বা (1.531kg) রোপা মহরে ফাতেমি।
দারুল উলূম দেওবন্দ, ফাতাওয়া নং
فتوی(د): 1154=667-7/1432
রাসূলুল্লাহ এর স্ত্রী উম্মে হাবিবা রাযি এর মহর যা নাজ্জাসির বাদশা কর্তৃক নির্ধারিত ও আদায়কৃত ছিলো, সেটা পরিমাণ ছিল, (12.250 kg)।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/8223
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম বা ১০.৬গ্রাম রূপা। আর সর্বোচ্ছ যা ইচ্ছা নির্ধারণ করা যাবে। তবে নগদ মহরে ফাতেমী ই সুন্নত।সুতরাং আপনি মহরে ফাতেমি মহর রাখবেন।এবং নগদ আদায় করবেন।