বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)
এ সমস্ত শরয়ী দলীল প্রমাণ করে যে,ওযর বিল জাহালাত গ্রহণযোগ্য। তথা অজ্ঞতা বশত কেউ কোনো গোনাহর কাজ করে ফেললে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/4560
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দ্বীন ইসলামের জ্ঞ্যান না থাকার দরুন কোন ব্যক্তি যদি শিরকি বিশ্বাস লালন করে । সে অবস্থায় বান্দার হক ও নষ্ট করে থাকে। পরবর্তীতে তওবা করে কালিমা পড়ে ইসলামের বিধি বিধান মানা শুরু করে এক্ষেত্রেও তাকর সেই বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক আদায় না করা পর্যন্ত কখনো মাফ হবে না।