ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কাপড়ে যদি প্রস্রাব এর ছিটা অথবা অন্য কোন নাজাসাতে গলিজা লাগে, তাহলে সেই কাপড়ে ওযু করলে ওযু বিশুদ্ধ হবে। তবে এক দিরহাম থেকে বেশী পরিমাণ নাজাসত কাপড় বা শরীরে লাগলে সেই কাপড় বা শরীর দিয়ে নামায পড়া যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/118
(২) দাদার আপন ভাই এবং দাদির আপন ভাই মাহরামের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2722
(৩)কেউ যদি কবিরা গুনাহ করে তওবা না করে মারা যায়, তাহলে কেয়ামতের দিন তার অবশ্যই শাস্তি হবে।সকল গোনাহের শাস্তি সমান নয়। তাই কি কি শাস্তি হবে? কিভাবে শাস্তি হবে? তা আল্লাহই ভালো জানেন। তবে এতটুকু নিশ্চিত যে, কঠোর শাস্তি হবে।