আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১, আলপনা আকানো হারাম? নতুন ছাত্রদের বরণের জন্য?
২,বিড়াল কে স্পে/নিউটার করা যাবে? পোষ বিড়াল বেশি বাচ্চা হলে পালা সমস্যা এজন্য।
৩,নামাজে এক পায়ে ভর দিয়ে বা আগ পিছ করে দাড়ালে কি নামাজ হবে
৪,নামাজে আসপে আমার সন্দেহ হয় আমি সোজা হিয়ে দাঁড়ায় কিনা বা বসি কিনা।ঘাড়/মাথা/পিঠ সোজা থাকেকিনা।
একবার শেষ বৈঠকে নামাজ পড়ছিলাম আর ট্রাই করছিলাম বিভিন্ন ভংগি (মাথা,ঘাড়,পিঠ) এতে একটু নড়াচড়া হচ্ছিল।এতে কি নামাজ নষ্ট হবে?
৫,আমি ফরজ গোসল করে কুচকিতে একাধিকবার পানি দিয়েছি।এরপর নামাজ আদায় করে শুয়ে আছি।দেহ শুকাবার পর কুচকিতে একটু চুল্কাচ্ছিল সেসব চুল্কাতে যেয়ে সেখান থেকে ময়লা ও উঠে যাওয়া মরা চামড়া পড়ে। এতে ভয় লাগছে আদৌ পানি পৌছালো কিনা।একদম কোনো আইডিয়া নেই আসলে পানি পৌছেছে না পৌছানি।তবে আমি একাধিকবার পানি দিয়েছি সেখানে। নামাজ ও আদায় করেছি।আমার কি গোসল হয়নি? বা নামাজ গুলো? আসলে নামাজ গুলা আবার পড়তে হবে দেখে অসওস্তি লাগছে
৬,ধরুন কাপড়ের কোনো অংশ নাপাক ভরেছে,সেটা ক্ষুদ্র জায়গা।বেসিনে সেটা অংশ ধুচ্ছি।কিন্তু সেখান এ পানি পড়ে চলে যাওয়ার সময় কিছু পানি কাপড়ের উপর দিকেও আসে।মানে যেখানে ভিজাচ্ছি তার উপর দিক।যদিও তাতে নাপাকির কোনো ট্রেস নাই এবং নাপাকি চলে যায়।এতে কি কাপড় পাক থাকবে?
৭,টাইলসে নাপাকি পড়লে ক্ষুদ্র প্রসাব ফোটা তা শুকয়ে গেলে পাক হবে কি? বাসাবাড়ির টাইলস
৮, ক্যাপ্সুল মেডিসিনে জেলাটিন থাকে যা বেশিরভাগ শুকরের চর্বি থেকে তৈরি। দেশের শরীয়া ভিত্তিক মেডিকেল ফিক্বহ নিয়ে কাজ করে 'র‍্যাম্ফিট' এমন কথা বলেছিল। এখন আমার ব্যথার মেডিসিন খাওয়া লাগত,তার পূর্বে গ্যাসের মেডিসিন যেহেতু খেতে হয়।আমি কেনার সময় দেখিনি ক্যাপ্সুল দিল কিনা। একবার ভাবলাম এম্নিতেই হাই ডোজের ব্যথাত মেডিসিন খাব,ক্যাপ্সুল খাবনা যা হবার হবে।পরে তবু খেয়েছি।এখন কি মুখ সাতবার ধোউত করতে হবে,সেই পানি মুখ থেকে গায়েও লেগেছিল। এখন কি করনীয়?
উল্লেখ্য বিশ্বের তাবত মেডিকেল ফিক্বহ বোর্ড ও হানাফি উলামারা জেলাটিনে শুকরের চর্বি ইস্তেহালা হয়না বলে স্বীকার করেছেন তাই এটি হারাম।বিস্তারিত এখানে দেখুন
https://www.facebook.com/103303134730009/posts/pfbid02zE45NXTx3abyXw6zedBcHU69RrGcTKPP5mKD9Dsd4f1NNC1XpUpPTN8y7kUS8f3Vl/