আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু৷ সম্মান্বিত শায়েখ,
১/এক বোন সফরে যাবে। যাবার আগে তার মাহারাম তাকে যানবাহনে তুলে দিবে আর অন্য জায়গা থেকে আরেক মাহারাম তাকে নামিয়ে নিবে৷ পথিমধ্যে যানবাহনের রাস্তা টুকু সে একা থাকবে( দুরত্ব ৩০ মি এর পথ)। এটা কি নাজায়েজ হবে?.
২/শুনেছি ৪৮ মাইলের ভিতরে যাতায়াতে মাহারাম সাথে না হলেও সমস্যা হয় না। এটা কতটুকু সহীহ?
জাযাকাল্লহু খইরন।