একটি সরকারি প্রতিষ্ঠানে সার্কুলার হয়েছে। কিন্তু সেখানে সাধারণত শো একটা পরীক্ষা নিলেও পরীক্ষার ফলাফলের মূল্যায়নে চাকরি দেয়না। নিজের স্বজন দেখে বা ক্ষমতার দ্বারা প্রতিষ্ঠাটির বড় বড় পর্যায়ের লোক গুলো নিয়োগ দিয়ে থাকে। নিজে যদি এই চাকরি ধরাধরি করে না নিই তবুও অন্য কেউ ধরাধরি করেই চাকরিটা নিবে।এক্ষেত্রে ঘুষ ছাড়া শুধু ধরাধরির মাধ্যমে চাকরি নিলেও কি তা নাজায়েজ হবে? যেহেতু প্রতিষ্ঠানটির নিয়োগকর্তা সরকারি নিয়ম ভেঙে প্রকৃত হকদারকে যাচাই করছে না, অবৈধ ভাবেই নিয়োগ দিচ্ছে।