ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১. স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেয় নাই।
তাই সে স্ত্রীকে বলতে চায় "তোমার তালাকের অধিকার নাই"।
কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক শব্দ উচ্চারণ না করে "তালাকের এর অধিকার নাই" এইভাবে না বলে এইভাবে বলে যে, "তোমার ওই অধিকার নাই"।
এইখানে "ওই অধিকার" বলতে স্ত্রীও জানে "তালাক এর অধিকারের" কথা স্বামী বুঝাচ্ছে। তাই স্বামী বলেছে স্ত্রীকে- "তোমার ওই অধিকার নাই"।
স্বামী যেহেতু স্ত্রীকে বলেছে "তোমার ওই অধিকার নাই" এইখানে স্বামীর কথা গ্রহণযোগ্য হবে। স্ত্রী তালাকের অধিকার পাবে না।
২. স্বামী যদি তার স্ত্রীকে বলে, "আমি কখনই তোমাকে ওই অধিকার দেওয়ার নিয়তে কিছু বলি নাই" ।এবং স্বামী কসম দিয়ে বলেছে। তাহলে স্বামীর কথা গ্রহনযোগ্য বা মানা যাবে।
৩. স্বামী তার স্ত্রীকে কেনায়া বাক্যে তালাকের অধিকার দিলে তখন স্বামীর যদি বাস্তবেই স্ত্রীকে অধিকার দেওয়ার নিয়ত না থাকে তাহলে স্ত্রী অধিকার পাবে না।
৪. একজন স্বামী আগে স্ত্রীকে কেনায়া বাক্যে তালাকের অধিকার দিয়েছিল, কিন্তু তখন স্বামী অধিকার দেওয়ার নিয়তে অধিকার দেয় নাই।
তারপর স্বামী তার স্ত্রীকে বলল, "আমি কখনোই ওই অধিকার দেওয়ার নিয়তে কিছু বলি নাই"।
স্বামী "তা*** এর অধিকার" উচ্চারণ না করে "ওই অধিকার" বলেছে। কারন স্বামী তা*** শব্দটি উচ্চারণ করতে চায় নাই।
স্বামী যখন বলে "আমি কখনোই ওই অধিকার দেওয়ার নিয়তে কিছু বলি নাই" -এইখানে স্বামীর কথা গ্রহণযোগ্য হবে, স্বামীর কথা মানা যাবে।