আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সম্মানিত উস্তাদ।
খুব দ্রুত উত্তর পেলে একজন বোনের উপকার হবে।
মেয়েটি পুরোপুরো ইসলাম প্র‍্যাক্টিস করছে অনেক বছর যবাৎ।উনার বিয়ের কথা মোটামুটি চলছে। ছেলে দ্বীনের পথে নতুন।কিন্ত ছেলে উক্ত মেয়েকে জানিয়েছে গোপনে তার অতীত এর বাজে বিষয় ঃ একজন নারীর সাথে অনেক বছরের সম্পর্ক, ধুমপান গ্রহণ করতো কয়েকবছর যাবৎ, দলীয়ভাবে যুক্ত ছিলো।
সে এসবে অনুতপ্ত। এবং এসবে জড়িত নেই।ইসলামের পথে বাকি পথ চলতে চায়, কোন দ্বীনদার সঙ্গীর সাথে
উক্ত বোন ইস্তেখারায় ১মদিকে নেগেটিভ পেলেও+ আশেপাশে সবাই তাকে তেমন সায় দেয় না অন্যজেলার কারনে, পারিবারিক চাপে সে রাজি হয়,পরে অনেক ইস্তেখারা করার পর মন কিছুটা আগায়লেও সাম্প্রতিক ছেলের পক্ষ থেকে এসব ছেলে জানিয়ে দেয়। যেন মেয়ে সব জেনেশুনে সিদ্ধান্ত নেয়।
এক্ষেত্রে মেয়ে কি করবে বুঝছেনা?একে বিয়ে করা উচিৎ?
একে তো দ্বীনদার নই, চলার পথে নতুন।অন্যদিকে এসব অতীত শুনে কি করবে নিজেও বুঝছে না। আল্লহর উপর ছেড়ে দিয়েছে +পরিবারের সিদ্ধান্ত এ।