বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/466
ফুকাহায়ে কেরামদের আলোচনা থেকে বুঝা যায় যে,কালো কলপ একদমই দেওয়া যাবে না। (জাওয়াহিরুল ফিকহ, ৭/১৫৯,মাকতাবাতু দরুল উলূম করাচী)
কালো কলপ ব্যতীত চুলে যেকোনো কালার দেয়া যেতে পারে যদি তা কাফিরগণ কে অনুসরণ করে না করা হয়। (যেব ও যি-নত কে শরয়ী আহকাম-৭১)আল্লাহ-ই ভালো জানেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার খালার চুল পেকে গেলে কালো কালার ব্যতিত যে কোনো কালার দিতে পারবেন।তবে যদি আপনার খালার চুল পেকে না যায়,বরং এমনিতেই আপনার খালু চুলে ব্রাউন কালার দিতে বলেন, তাহলে আপনার খালার জন্য চুলে ব্রাউন কালার দেয়া জায়েয হলেও কালার না দেয়াই উত্তম।যদি আপনার খালা চুলে ব্রাউন কালার দেন, তাহলে সর্বদা গায়রে মাহরামের চোখ থেকে নিজ চুলকে হেফাজতে রাখবেন।আল্লাহ সহায় হোক।আমীন।