ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কাক দুই প্রকার।
(১)ক্ষেতের কাক
(২)চান কপালি কাক।(বড় জাতের কাক)
প্রথম প্রকার কাক যেহেতু সাধারণত চিড়িয়া ফাড়িয়া নাপাক কিছু খায় না।তাই এ প্রকারের কাক খাওয়া বৈধ।এ প্রকারের কাকের বিষ্টাও পবিত্র।
দ্বিতীয় প্রকারের কাক যেহেতু সাধারণত মৃত প্রাণি ভক্ষণ করে,ও চিড়িয়া ফাড়িয়া খায়,তাই এ প্রকারের কাক খাওয়া নাজায়েয।এবং এ প্রকারের কাকের বিষ্টা নাপাক।
আপনার কাপড়ে যদি ঐ কাকের বিষ্টা লাগে,যাকে খাওয়া বৈধ,তাহলে ঐ কাকের বিষ্টা নাপাক নয়,তাই ঐ কাকের বিষ্টা সহ কাপড় দ্বারা নামায হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/10841
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি আপনি জানতে না পারেন যে,এটা কোন প্রকারের কাকের বিষ্টা? তাহলে আপনি সতর্কতামূলক অপবিত্র ধরে নিবেন। কাপড়কে ধৌত করে নিবেন। তবে আপনি যত কাজ করেছেন, কোনো কাজ নাপাক হবে না।