ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহর দুই প্রকার যথা,
(১)مهرمعجل মহরে মু'আজ্জল তথা এমন মহর যা তারাতারি পরিশোধ করা হবে। এমন মহর পরিশোধের পূর্ব পর্যন্ত স্ত্রী চাইলে নিজেকে স্বামী থেকে দূরে রাখতে পারবে।
(২)مهر مؤجل মহরে মু'য়াজ্জল, তথা এমন মহর যা পরবর্তীতে পরিশোধ করা হবে। এমন মহরের বেলায় স্ত্রী নিজেকে স্বামী থেকে দূরে রাখতে পারবে না।
فِي كُلِّ مَوْضِعٍ دَخَلَ بِهَا أَوْ صَحَّتْ الْخَلْوَةُ وَتَأَكَّدَ كُلُّ الْمَهْرِ لَوْ أَرَادَتْ أَنْ تَمْنَعَ نَفْسَهَا لِاسْتِيفَاءِ الْمُعَجَّلِ لَهَا ذَلِكَ عِنْدَهُ خِلَافًا لَهُمَا-
প্রত্যেক ঐ বর কনে যাদের মধ্যকার সহবাস বা খালওয়াতে সহিহা হয়ে গেছে, যেজন্য সম্পূর্ণ মহর ওয়াজিব হয়ে গেছে,যদি এখন মহিলা মহরে মু'আজ্জল উসূলের জন্য নিজেকে স্বামী থেকে দূরে রাখতে চায়,তাহলে ইমাম আবু হানিফা রাহ এর মতে সে মহিলার জন্য অনুমোদন থাকবে।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩১৭)
وَإِذَا كَانَ الْمَهْرُ مُؤَجَّلًا أَجَلًا مَعْلُومًا فَحَلَّ الْأَجَلُ لَيْسَ لَهَا أَنْ تَمْنَعَ نَفْسَهَا لِتَسْتَوْفِي الْمَهْرَ عَلَى أَصْلِ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ - رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى -، كَذَا فِي الْبَدَائِعِ
তবে যদি মহরের নির্দিষ্ট কোনো সময় সীমা থাকে না,তাহলে মহিলা নিজেকে স্বামী থেকে দূরে রাখতে পারবে না,স্বামীকে বাধা দিতেও পারবে না।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩১৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/54326
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার আম্মুর মহর যদি মু'য়াজ্জল হয়, তাহলে আপনার আম্মুর জন্য এখন মহর চাওয়া উচিৎ হবে না।আর যদি মু'আজ্জল হয়, তাহলে আপনার আম্মু আপনার বাবার কাছে মহর চাইতে পারবে।