السلام عليكم و رحمة الله و بركاته
শ্রদ্ধেয় আল্লাহর বন্ধু,
উনি কারো সাথে কথা বলতে লজ্জা পাচ্ছেন এবং আশেপাশে তেমন কেউ নেই মানহায মানেন এমন কেউ।
তাই আমি উনার হয়ে আপনাকে প্রশ্ন করছি। উনি আমাকে হুবহু বলছেন উনার কী কী সমস্যা যেহেতু আমিই লিখে দিচ্ছি উনার হয়ে এবং প্রশ্নেরও একটা হক রয়েছে বলে।
উনার সমস্যা দেখা দিচ্ছে যবে থেকে উনার রক্ত শূন্যতা হয়েছে। কিছু কিছু সময় উনি রেগুলার ঋতুবতী হোন,আবার কিছু কিছু সময় তিন-চার মাস কিংবা পাঁচ-সাত মাস ধরে ঋতুবতী হোননা।
এর জন্য ডাক্তারও দেখিয়েছেন ডাক্তার উনার ওজন বাড়াতে বলেছেন। উনার রক্ত শূন্যতার প্রভাব দেখা দেন তখন,যখন উনার ওজন কমার সমস্যা হয়। উনি যখন রেগুলার ঋতুবতী হোন তখন উনি ৫-৭ দিন কিংবা সর্বচ্চ ১০ দিন ধরে ব্লাড দেখে থাকেন।
গত তিন-চার মাস ধরে উনার ওজন কমে গিয়েছে খুব,তাই উনি গত তিন-চার মাস ধরে ঋতুবতী হোননি। কিন্তু উনি গত ৯ই অক্টোবর থেকে ২৫এ অক্টোবর পযর্ন্ত দুই একদিন পর পর সল্প-সল্প পরিসরে ব্লাড দেখেন যা গাঢ় লালছে রংয়ের ছিলোনা শুরুর দিকে তবে শেষের দিকের দিন গুলোতে ব্লাডের মাত্রা কিছুটা বেড়েছিলো এবং ব্লাডের গাঢ় লালছে রংয়ের ভাবটা বেড়েছিলো কিছুটা। এরপর ধীরে ধীরে কমে গিয়েছে এবং ২৫ তাঃ পর্যন্ত স্থায়ী ছিলো ব্লাড দেখাটা।
এর কয়েকদিন পর করে উনি যখনি ওয়াশরুমে যাচ্ছেন তখনি সাদাস্রাব দেখতে পাচ্ছেন। উনার পোশাকেও নাকি সাদাস্রাব দেখছেন, সারাদিনে অনেকবার করে সাদাস্রাব হচ্ছে উনার।
গত ৩/৪ই নভেম্বর (উনি ঠিক জানেন না কবে শুরু হলো তবে এই দুই তারিখের মধ্যে যে কোন একটাতে হবে) উনার আবার ব্লাড দেখা গেলো এবং স্বাভাবিক ঋতুবতী হলে যেমনটা হয় উনার বর্তমানে ঠিক তেমনি ব্লাড দেখা যাচ্ছে এবং তা এখনো অব্যাহত আছে।
পয়েন্ট নাম্বারঃ-১
উনি কী সাদাস্রাবের ক্ষেত্রে মাজুর বলে গণ্য হবেন? যখন সাদাস্রাব দেখেছিলেন উনি। যেহেতু বার বার সাদাস্রাব দেখেছেন ওয়াশরুমে গেলেই। নামাজের জন্যেও যে পবিত্র থাকতে হয় সে হিসেবে তখন কী উনি মাজুর ছিলোন? এই বিষয়টাও একটু বুঝিয়ে বলবেন অনুগ্রহ করে।
পয়েন্ট নাম্বারঃ- ২
উনার ঋতুবতী হওয়ার বিষয়টা নিয়েও সন্দেহে ভুগছেন কাজা নামাজ উনার উপর বর্তালো কিনা তা নিয়ে এবং উনি ঠিক কতদিন সঠিক ভাবে ঋতুবতী ছিলেন তা নিয়ে। উনি কী এখনো হায়েজরত অবস্থায় আছেন? নাকি যেকোন একটা হায়েজ এবং অন্যটা ইস্তেহাজা? ঠিক বুঝতেছেন না উনি।
এখন উনার কী করা উচিত শ্রদ্ধেয় আল্লাহর বন্ধু, যদি অনুগ্রহ করে সমাধান দিতেন আল্লাহর অশেষ রহমতে খুব উপকৃত হবো أن شاء الله।
আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার উপর রহমত বর্ষণ করুক। আপনার পথ সহজ করুক,ধৈর্য ধরার তৌফিক দান করুক,আপনাকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুক,আপনাকে দৃঢ় ঈমানের উপর অটল রেখে মৃত্যু বরণ করার তৌফিক দান করুক।
أمين ثم أمين
جزاك الله خيرا