আসসালামু আলাইকুম
ওযু করার সময় নাকে পানি দেওয়ার পর, পানির সাথে সর্দি বের হয়েছিলো। তো ডান হাতের উলটো পিঠ দিয়ে সর্দি মুছে ওযু চালিয় গেছি। উল্লেখ্য যে, হাত কনুই পর্যন্ত ধোয়ার সময় যখন বাম হাত দিয়ে ডান হাত ঘষেছি তখন হয়তো লেগে থাকা সর্দি পুরো ডান হাতেই ছড়িয়ে গেছে। হয়তো বাম হাতেও লেগে গেছে। এমতাবস্থায়, ওযু শেষ করেছি। মূলত ফরজ গোসলের উদ্দেশ্যে গোসলের আগে ওযু করার সময় এমনটা ঘটেছিলো।
এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এতে করে কি আমার ওযু এবং ফরজ গোসল দুটোই আদায় হয়েছে কিনা।
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাযের আগের ওযুর সময় এমনটা হলে নামায আদায় হবে কিনা।
জানালে খুবই উপকৃত হবো জনাব। এসব কারণে নামায নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।