بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/60062/ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
নাকের পানি পবিত্র,এতে কোনো নাপাকি নেই।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ
: أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَأَنَا
عَلَى بِئْرٍ أَدْلُو مَاءً فِي رِكْوَةٍ لِي ، فَقَالَ : يَا عَمَّارُ ، مَا
تَصْنَعُ ؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي وَأُمِّي ، أَغْسِلُ ثَوْبِي
مِنْ نُخَامَةٍ أَصَابَتْهُ . فَقَالَ ” يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ
الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ
، وَالْمَنِيِّ ، يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ
الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ
‘আম্মার ইবনে ইয়াসির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসূল (সা.) আমার নিকট এলেন,
তখন আমি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি
তুলে আমার একটি পানির পাত্রে ভর্তি করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন,
হে আম্মার! তুমি কী করছো?
আমি বললাম,
ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার
জন্য কোরবান হোক। আমি আমার পরিধেয় বস্ত্রে লেগে যাওয়া শ্লেষ্মা পরিষ্কার করছি। তিনি
বলেন, হে
আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজন: বিষ্ঠা,
পেশাব, বমি, রক্ত ও বীর্য। হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা,
তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির
পাত্রের পানি একই সমান।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৫০]
التنجيس: أنه
طاهر كيفما كان وعليه الفتوى، (البحر الرائق-1/37
সারমর্মঃ নাকের
পানি যেভাবেই হোক,সবই
পাক।
আরো জানুনঃ- https://ifatwa.info/21768/
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
১.
সর্দি পাক। সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ওযু এবং ফরজ গোসল দুটোই
আদায় হয়েছে।
২.নামাযের আগের ওযুর সময়
এমনটা হলে নামায আদায় হবে।