ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)স্বামী যদি বলে তুমি ঐ কাজটা করলে তোমার সাথে সম্পর্ক নেই, তাহলে স্বামীর তালাকে নিয়ত থাকলে তালাক হবে।নতুবা তালাক হবে না।
(২)বাহ্যিক দেখে অমুসলিমকে যদি মুসলিম মনে করে ফেলে তাহলে ইমান চলে যাবে না।
(৩)যদি জানা সত্বেও কোনো অমুসলিমকে অনিচ্ছা সত্ত্বেও হঠাৎ সন্দেহ চলে আসে সে মুসলিম, তাহলেও ইমান চলে যাবে না।
(৪)স্বামী আমাকে বলছে "তোরে লাগবে না" স্বামীর তালাকের নিয়ত থাকলে তালাক হবে,নতুবা তালাক হবে না।
(৫)তোরে লাগবে না এটা তালাকের মজলিসে বললে সরাসরি তালাক পতিত হবে।
(৬)"পারাইয়া ছাড়ি" বললে তালাক হবে না।
(৭)আমার ঘরের ভাত যদি খাইতে চাও ভাত যদি কপালে থাকে, তাহলে কি করে পারবো না বলিস তা দেখতে চাই, এ কথা বলাতে তালাকের হুমকি দেওয়া বুঝাবে একথা বলাতে তালাকের মজলিস হবে।
(৮)যদি আমার ঘরের ভাত খাইতে চাস তাহলে পারবো না বলবি না, একথা বললে শর্তযুক্ত তালাক হবে না।