১. আমার বাবাকে দেখতাম আগে আগে মাঝেমধ্যে মানুষের হাত দেখে বিভিন্ন জিনিস বলতেন, উনার কাছে একটা বই ছিলে হয়তো এটা দেখে শিখেছিলেন, আত্মীরা আসলে বলতে দেখার জন্য, তিনি দেখতেন।এগুলো তিনি বিশ্বাস করতেন না আন্তাজে আন্তাজে বলতেন বা উনার আকীদা বিশ্বাস কি ছিলো জানিনা, আমার মনে হয় আন্তাজে আন্তাজে বলতেন, অনেক গুলো মিলে যেতো। কারণ,যতেটুক মনে ওয় উনাকে যারা এইসব করে তারা যে আন্তাজ করে করে বলে তা নিয়ে মজা করতে দেখেছি। এইসবের এড টিভিতে দিলেও এদের নিয়ে হাসতেন, আবার নিজেই করতেন। পাথর ও ছিলো কিছু, তবে কখনো টাকা নিতেন না, এই আত্মীয়রা এলে নিজে থেকেই বলতে তখন দেখতেন, আর কখনো আংটি ইউজের কথা বলতেন। নিজে একটা পাথর পরতেন, বলতেন এটা দেখলে মানুষ ভয় পায়।
এখন উনাকে আর এসব করতে দেখি না অনেক বছর হলো, তো উনার এই কাজ কি কুফরি হয়েছে?
২. যারা পথে ঘাটে টিয়া, বানর ইত্যাদি দিশে মানুষের ভাগ্য গণনার কাজ করে বলে দাবী করে, এদের কি কাফের বলা যায়?
৩. অনেক আগে আমার বাবা একবার বলেছিলেন যে পুরুষের স্বর্ন থাকলে তা দ্বারা যদি জাকাত আসে, তবে তার ওজনের সমান সোনা দিতে হবে। অনেক আগে বলেছিলেন মনে নাই সঠিক বাক্য টি, বুঝ হওয়ার পর দেখছি এই ধরনের কথা তো কখনোই শুনি নাই্। উনি কোথা থেকে জেনেছেন। জানি না। উনার এই ধরনের কথায় কি ইমানে সমস্যা হবে?
৪. সর্বোপরি উপরের বিষয় গুলো নিয়ে কি করনীয় আমার? এগুলো এখন বলতে /করতে দেখি না,আগে আগে করতেন বলতেন। এখন এতে আগের কথা তুলে কি কিভাবে বলবো বুঝতেছি না,করনীয় কি পরামর্শ দিবেন।
৫. অনেক সময় দেখা যায় কোনো কোনো প্রতিষ্টান ইসলামী নাম ইউজ করে অসত বা দুই নাম্বারি কাজ করে, যেমন ঃ বিসমিল্লাহ গ্রুপ। এদের এই ধর্মীয় নাম ব্যবহার করে খারাপ কাজ করা নিয়ে কেও যদি হাসাহাসি করে,আর বলে যে, এরকম নাম যেখানো দেখবায় বুঝবায় সমস্যা আছে(এই লাইন বলেছলো কিনা পরিষ্কার মনে নাই, তবে এদের এই কাজ নিয়ে হেসেছিলো) তাহলে কি ইমানে সমস্যা হবে?
৬. মনে মনে জিহারের কল্পনা করলে বা জিহারের বাক্য বউকে বলছে এমন সিন কল্পনা করলে কি জওহার হবে?অর্থাত মনে মনে জিহার হয়?
৭. একটা আদিবাসী জাতিকে নিয়ে মুভি তৈরি হয় যারা মানুষকে দেখে তাদের দেবতা মনে করতো, মানুষের কর্মকান্ড দেখে তারা ভেবেছিলো তাদের দেবতা পাগল, মুভির নাম ছিলো " গড মাস্ট বি ক্রেজি"। আমি অনেক আগে মুভিটি দেখেছি এর নাম লিখে সার্চ করেছি গুগলে। হয়তো মুখেও উচ্চারণ করেছি। এতে কি আমার ইমানে সমস্যা হবে? অনেকেতো আল্লাহ কেও গড বলে, কিন্তু আমার আল্লাহর কথা উদ্দেশ্যে ছিলো না।
৮. "ঐশ্বরিক হাসিতামাশা" নামের কেনো বই এর নাম মুখে নিলে কি ইমানে সমস্যা হবে?
(এডিট করে যুক্ত করার জন্য ক্ষমা চাই)
জাজাকাল্লাহ