আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ হযরত,
১.মাঝে মাঝে নামাজের ১ম বৈঠকে অর্ধেক তাশাহুদ পড়ে সামনের লাইন মনে আসে না, তখন আবার প্রথম থেকে তাশাহুদ পড়ি, এতে কি সাহু সিজদা ওয়াজিব হবে?
২.মাঝে মাঝে প্রথম বা শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ফেলার পর মনে হয় সঠিক ভাবে পড়া হয়নি, তখন আবার পড়ি মানে ২বার পড়া হয়, সাহু সিজদা ওয়াজিব হবে?
৩.যদি কেউ ইচ্ছা করে বৈঠকে ২বার তাশাহুদ পড়ে, তাহলে কি নামাজ ভেঙে যাবে নাকি সিজদা দিতে হবে?
৪. আর কেউ যদি ইমামের পিছনে ইচ্ছে করে ২বার তাশাহুদ পড়ে তাহলে নামাজ ভেঙে যাবে?