আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কোন মেয়ের বিয়ে করেছে মা বাবার অমতে । তহ ফুফু বার বার ধরেন বুঝাচ্ছে স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসতে।পায়ে ধরে বুঝাচ্ছে। মানে মেয়েটার পায়ে ধরতে চাচ্ছে কান্না করতেছে ফুফু।তহ কথা ওইগুলো থেকে বাচার জন্য মেয়েটা যদি ঠিক আছে বা টিক আছে চলে আসব বা অন্য কোন কেনায়া শব্দ নিয়ত ছাড়া বলে তাহলে কি তালাক হবে? মানে এমন কেনায়া শব্দ যেটা স্ত্রীকে পাওয়ার,দিলে স্ত্রী নিয়ত সহ বললে তালাক হয় তহ এমন শব্দ নিয়ত ছাড়া বললে তালাক হবে??মানে মেয়েটাকে স্বামী পাওয়ার,দিলে আর কি?ওই মেয়েটা এখনো বাবার বাড়িতে থাকে।সেখানে সবসময় এসব বলে ওকে বাড়িতে।
২।কোন মেয়েকে ধরেন তার স্বামী পাওয়ার,দিছে।তার বাবার বাড়ির লোকজন সেই বিয়েটা ভেন্গে দিয়ে মেয়েটাকে চলে আসতে বলে বা মানে স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসতে বলে।কিন্তু মেয়েটা আসতে চায় না।তহ বার বার এই বিষয়ে বলতে থাকে।মেয়েটা যদি এখন ঠিক আছে বলে বা মাথা নাড়ে বা নিয়ত ছাড়া কেনায়া শব্দ বলে তাহলে কি তালাক হবে মানপ যেসব শব্দ মেয়েরা বললে তালাক হতে পারে এমন কেনায়া শব্দ?? মেয়েটা এখনো বাবার বাড়িতে ধরেন।ওইখানে সবাই সবসময় ওকে এই সব বিষয়ে বলতে থাকে।