আসসালামু আলাইকুম,
১) স্ত্রীর দুধ খাওয়া হারাম এই কথা বলার/জানার পরো কোন স্বামী যদি স্ত্রীর দুধ পান করে, তাহলে ওই স্ত্রী কি স্বামাঈর জন্য হারাম হয়ে যাবে?
২) হারাম অথবা ইসলামে নিষেধ করা হয়েছে এমন কাজকে হারাম অথবা নিষেধ মনে না করে অথবা গাফলতি করে ওই কাজ যদি করা হয় তাহলে ওই ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এবং বিয়েও কি বাতিল হয়ে যাবে?
এই পরিস্থিতিতে করণীয় কি হবে?