আসসালামু আলাইকুম হুজুর,
একদিন আমি দুশ্চিন্তায় ছিলাম এবং আমার অনেক রাগ ছিলো টেনশনের কারণে, তখন ইমুতে আমার স্ত্রীকে আমি অনেকবার মেসেজ দেই কিন্তু সে অনলাইনে থাকার পরেও আমার মেসেজটি দেখেও সে আমাকে রিপ্লাই দিচ্ছে না, তখন আমি রাগ হয়ে তাকে বলে ফেলি "তোর সাথে আমার সংসার হবে না,আর আমিও করমু না তোর সাথে সংসার" এই বাক্যটি যে কেনায়া তালাকের মধ্যেও পড়ে সেটা আমার একদমই জানা ছিলো না,কেনায়া তালাকের শব্দ অনেক,আমি কিভাবে বুঝবো এটাও যে কেনায়া তালাকের মধ্যেই পড়ে,আর আমার এতো তালাক্ব নিয়ে জ্ঞ্যান নেই,যাই হোক,বাক্যটি বলার পর আমি সন্দেহ করতে করতে খুবই টেনশনে পড়ে যাই এবং ইন্টারনেটে সার্চ দেওয়া শুরু করি,তারপরই মাত্র জানলাম এটাও কেনায়া তালাকের শব্দ,আবার কেউ কেউ বলেছেন এটি কেনায়া তালাকের শব্দ নয়,আর আমাদের সংসার এখনও শুরুই হয়নি আমি নতুন বিয়ে করেছি আমি বিদেশে থাকি,স্ত্রীর সাথে দেখা হয়নি এখনও,যদি জানতাম এটা কেনায়া তালাক তাহলে তো আর তাকে এই কথা বলতাম না,আর এই বাক্যটি বলার সময় আমার উদ্দেশ্য কি ছিলো সেটা নিয়েও আমি স্পষ্ট বলতে পারছি না,কিন্তু এতোটুকু শিউর যে আমি এখানে তার উপর তালাক পতিত হোক এটা চাইনি,,এই কথা মাধ্যমে কি আমাদের তালাক্ব হয়ে গিয়েছে হুজুর??