আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
230 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (18 points)
এই মিষ্টি ব্যবহার করে তারা পূজা করেছে কিনা, তার কোন প্রমান নেই। মূর্তি যেহেতু আছে, দোকান খোলার সময় যে কোন কিছু তারা করতেই পারে, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানাও নাই।

কিন্তু মিষ্টির আলমারির পেছনে শিবের একটা মূর্তি থাকে। সবসময় ই থাকে। এর কোন মুসলমানদের মিষ্টির দোকান না থাকায়, এরা একচেটিয়া ব্যবসা করে। দৈনিক প্রায় ১০ লক্ষ টাকার উপরে বেচাকেনা হয়।

এইটা খাওয়া যায়েজ হবে কিনা, সে বিষয়ে জানালে ভালো হয়।

1 Answer

+1 vote
by (606,750 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হিন্দুদের জবাইকৃত প্রাণী ব্যতীত তাদের তৈরীকৃত অন্যান্য খাবার ততক্ষণ হারাম হবে না, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তারা এতে হারাম কিছুর সংমিশ্রণ ঘটিয়েছে।তবে যেহেতু কাফিরের উপর বিশ্বাস স্থাপন করা যায় না,তাই সতর্কতামূলক তাদের তৈরীকৃত খাবার না খাওয়াই উত্তম।জানুন-২৩০৭

سنُّوا بهم سنَّةَ أهلِ الكتابِ غيرَ ناكحي نسائِهم ولا آكِلي ذبائحِهم الراوي : - | المحدث : الزيلعي | المصدر : نصب الراية-الصفحة أو الرقم: 4/181 | خلاصة حكم المحدث : غريب بهذا اللفظ
তোমরা মুশরিকদের সাথে আহলে কিতাবদের মত ব্যবহার করো।তবে তাদের মহিলাদেরকে বিবাহ করতে পারবে না।এবং তাদের জবাইকৃক পশু ভক্ষণ করতে পারবে না। (নসবুর রায়া-৪৩৭২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2307

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হিন্দুরা মিষ্টি নিয়ে পূজা অর্চনা করুক, এদ্বারা উক্ত মিষ্টি ক্রয় করা ও ভক্ষণ করা আপনার জন্য নাজায়েয হবে।হ্যা, তাতে কোনো হারাম জিনিষ মিলিত করার প্রমাণ পাওয়া গেলে তখন ঐ মিষ্টি ক্রয় করা ও ভক্ষণ করা আপনার জন্য জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...