জনাব,
ফরজ গোসলের প্রয়োজন হলে আমি প্রথমে নাপাক স্থান পরিষ্কার করি। তারপর সালাতের ওযুর ন্যায় ওযু করি। তারপর গোসল করি আর গোসল শেষে দুই পায়ে পানি ঢালি।
আমার প্রশ্ন হচ্ছে, ওই ওযু করার সময়ে ( ফরজ গোসলের জন্য ) যদি প্রস্রাব এর রাস্তা দিয়ে কিছু বের হয় এবং তারপরও আমি ওযু করে গোসল সম্পন্ন করি তাহলে কি আমার ফরয গোসল আদায় হবে? নাকি পুনরায় করতে হবে?