আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
138 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
ওযু করার জন্য পানির মগ ব্যবহার করি। অনেকসময় এমন মনে হয় যে কবজি-সহ হাত ভালো করে ধোঁয়া হয় নি। সন্দেহ থেকে মুক্তির জন্য, পানি দিয়ে না কচলিয়ে, হাত তিনবার কবজি পর্যন্ত পানির মগে ডুবাই। যেন সব অংশে পানি সম্পূর্ণ পৌঁছায়। কিন্তু এতে কি ওযু পরিপূর্ণ হবে? (১)

আরেকটা প্রশ্ন জনাব।

 "ফরয গোসলের সময় প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হয়"- এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে আমি জেনেছিলাম, প্রস্রাব এর রাস্তা দিয়ে কিছু বের হলে মানুষ হুকুমের দিক থেকে নাপাক হয়। শারিরীক দিক থেকে না। কিন্তু ইদানিং নতুন সন্দেহ দেখা দিচ্ছে।

 আমি ফরয গোসলের নিয়তে, গোসলের আগে ওযু করে গোসল শুরু করি। বিগত কয়েকদিন ধরে মনে হচ্ছে- ফরয গোসলের আগে যে ওযু করি, ওই ওযু করা অবস্থায় প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে। আমি শিওর না কিছু আদৌ বের হয় কি না। কিন্তু সন্দেহ থেকেই যায়। আমার প্রশ্ন, ফরয গোসলের নিয়তে, গোসলের আগে ওযু করার সময় যদি প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হয় এবং আমি ওই অবস্থায়ই ওযু সম্পূর্ণ করে গোসল আদায় করি- তাহলে কি আমার ফরয গোসল পরিপূর্ণ হবে? (২)

1 Answer

0 votes
by (560,700 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صلي الله عليه وسلم فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صلي الله عليه وسلم لِيَتَوَضَّأَ مِنْهَا - أَوْ يَغْتَسِلَ - فَقَالَتْ لَهُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي كُنْتُ جُنُبًا . فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " إِنَّ الْمَاءَ لَا يُجْنُبُ " . - صحيح

‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক স্ত্রী বড় একটি পাত্র থেকে পানি তুলে গোসল করেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট পানি দ্বারা অযু অথবা গোসল করতে আসলেন। স্ত্রী বললেন, হে আল্লাহর রসূল! আমি তো জুনুবী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি অপবিত্র হয় না।
তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, হাঃ ৬৫, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান সহীহ), ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ নারীর ব্যবহৃত পানি দিয়ে উযু করার অনুমতি প্রসঙ্গে, হাঃ ৩৭০), হাকিম (১/১৫৯)। 


★শরীয়তের বিধান হলো, ব্যবহৃত পানি বলা হয় এমন পানিকে, যা ‘হাদাস’ (অপবিত্রতা দূর করা বা সওয়াব অর্জনের জন্য অজু ও গোসলে ব্যবহৃত হয়েছে। 

ব্যবহার কারীর শরীর থেকে আলাদা হওয়ার পর সেই পানি ব্যবহৃত পানি বলে গণ্য হবে।
ব্যবহারিত পানি দ্বারা অযু করলে পবিত্রতা হাসিল হবেনা।

আরো জানুনঃ- 

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লেখ রয়েছে যে আপনি অযুর মধ্যে ""তিনবার কবজি পর্যন্ত পানির মগে হাত ডুবিয়েছেন। যেন সব অংশে পানি সম্পূর্ণ পৌঁছায়।""

সুতরাং এই পানি ব্যবহারিত পানি হয়ে গিয়েছে।
এখন মগে থাকা অবশিষ্ট পানি দিয়েই যদি আপনি অযুর বাকি কাজ সম্পন্ন করেন,তাহলে আপনার অযু হবেনা।

হ্যাঁ, যদি আপনি অযুর পরবর্তী অঙ্গ গুলি নতুন পানিতে ধৌত করেন,সেক্ষেত্রে আপনার অযু হয়ে যাবে।

বিস্তারিত জানুনঃ 

(০২)
প্রশ্নের বিবরণ মতে আপনার ফরয গোসল পরিপূর্ণ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...