আসসালামু আ'লাইকুম
কোন স্ত্রী স্বামীকে ঝগড়া বা রাগারাগির সময় ডিভোর্স, ছেড়ে দেয়া,মুক্তি দেয়া,স্বাধীন করে দেয়া, সংসার করবে না, চলে যাবে,থাকবে না, বিয়ে করে ভুল করছে,জীবন নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এমন অনেক কথা বলে(স্বামীর সাথে সংসার করবে না এমন নিয়ত করেই বলত বেশিরভাগ সময়) কিন্তু স্বামী উত্তরে কি বলেছিল মনে নেই তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক কি ঠিক আছে????
বারংবার স্বামীকে জিজ্ঞেস করতেও ভয় লাগছে কি না কি উত্তর দেই ভেবে।স্বামী সবসময় তার অবস্থান শক্ত করে রাখে নিয়ত না থাকার ব্যাপারে
দ্বীনের বুঝ ছিল না তাই এমন টা বলত স্ত্রী বা রাগের মাথায় হিতাহিতজ্ঞান হারিয়ে ফেললে মানুষ সাধারণত যা করে আর কি(আল্লাহ মাফ করুক) এখন স্ত্রী নিজেকে শুধরানোর চেষ্টা করছে (আল্লাহ তার সহায় হোক)
কিন্তু এই সম্পর্কে মোটামুটি জানার পর থেকে হাঁটতে, বসতে, চলতে,ফিরতে সারাক্ষণ জিনিসটা মাথায় ঘুরে যার কারণে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ বোধ করছে।
স্বামীকে কি স্ত্রীর এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত হবে?জিজ্ঞেস করলেও সে উত্তর দিবে তার মনে নে।। ইচ্ছা করে মনে না থাকার কথা বলে নাকি আদৌ মনে থাকে না বলতে পারিনা কিন্তু বেশিরভাগ সময় আমাদের ঝগড়া রিলেটেড কথার কথা জিজ্ঞেস করলে বলে মনে নেই আমি এগুলো মনে রাখি না।
হুজুর আমি কোনভাবেই এই জিনিসটা থেকে বের হতে পারছি না।কারণ ঝগড়াঝাটির সময় সবসময় কি বলি না বলি তো মনে থাকে না।আমি তাও কিছু ঘটনা লিখেছি এখানে কিন্তু সেগুলোর বর্ণনা ঠিকমত দিতে পেরেছি কিনা সে বিষয়েও সন্দিহান
সোশাল মিডিয়াতে ঢুকলেই খালি মানুষের বিচ্ছেদের পোস্ট চোখে পড়ে একটা দুইটা পড়া স্বাভাবিক কিন্তু যেই জিনিসটা নিয়ে পেরেশানিতে থাকা হয় সেটা নিয়ে দিনে ৭/৮ টা পোস্ট চোখে পড়া কি স্বাভাবিক?
এগুলো দেখে খালি মনে হয় আল্লাহ মনে হয় ইংগিত দিচ্ছেন তখন পেরেশানি বেড়ে যায়
এমতাবস্থায় করনীয় কি বিশদভাবে একটু বলবেন
হুজুর ভালোভাবে পড়ে বিরক্ত না হয়ে উত্তর দিবেন