বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ক্যাশব্যক জায়েয।কেননা বিক্রেতার পক্ষ্য থেকে ক্রেতাকে যা কিছু দান করা হয়, সেটা গ্রহণ করা ক্রেতার জন্য তো জায়েয।(কিতাবুল ফাতাওয়া-৫/২৪৯)
বিস্তারিত জানতে ভিজিট করুন- 112
- (১)প্রতারণার গোনাহ হবে।ক্রেতা অভিজ্ঞ হলে যেহেতু উভয়ের সন্তুষ্টিতে ক্রয়বিক্রয় সংগঠিত হয়েছে,তাই উক্ত লাভকে ফিরিয়ে দিতে হবে না।তবে ক্রেতা অনভিজ্ঞ হলে এবং অস্বাভাবিক পর্যায়ের লাভ হলে বিক্রেতার উচিৎ উক্ত লাভকে ফিরিয়ে দেয়া।তবে যেহেতু উভয়ের সন্তুষ্টিতে ক্রয়-বিক্রয় হয়েছে,তাই ফিরিয়ে দেয়াকে ওয়াজিবের হুকুম প্রদাণ করা যাবে না।
- (২)উক্ত সূরতে ক্রয়-বিক্রয় জায়েয হবে।
- (৩)১ লাখ ২ হাজার ৭০০ টাকা পেইমেন্ট করে পরিবর্তীতে ১লাখ ৭৪ হাজার উসূল করা বা গ্রহণ করা জায়েয হবে না।
- (৪)আরবীতে আওয়াল এবং আল-আওয়াল উভয়টিই বলা যাবে।সুতরাং বলা যায় যে,আওয়াল এবং আল-আওয়াল উভয়টি-ই আল্লাহর নাম।ঠিক তেমনিভাবে অন্যান্য আসমায়ে হুসনা।আওয়াল অর্থ প্রথম এবং আল-আওয়াল অর্থ প্রথমটি।আল যাকে আরবী আলিফ লাম লিত-তা'রিফ বলে তথা নির্দিষ্টকরণের আলিফ লাম।এ সমস্ত আসমায়ে হুসনা যেহেতু আল্লাহর সাথে নির্দিষ্ট নয়,তাই এ সমস্ত নাম দ্বারা মানুষের নাম রাখা যাবে। তবে সতর্কতামূলক আবদ শব্দ যোগ করে নাম রাখাই উত্তম।যেমন আব্দুল আওয়াল,আব্দুর-রাকিব ইত্যাদি।
- (৫)বিসমিল্লাহ বলা যাবে।এতে কোনো সমস্যা নাই।