আসসালামু আলাইকুম শায়েখ!আমি যখন হিদায়াতপ্রাপ্ত হই তখন ইবাদাতে অনেক মনোযোগ ছিল,দু'আ কবুল হতো চুম্বকের মতন,অনেক সুন্দর সুন্দর ঈমান জাগানীয়া স্বপ্ন দেখতাম,সারাক্ষন আমলের মধ্যে থাকতে ইচ্ছে করতো,দ্বীনি ইল্ম অর্জনে মরিয়া হয়ে উঠেছিলাম।পর্দার জন্য অনেক পরিশ্রম করেছিলাম।এখন আলহামদুলিল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু আগের মত দ্বীনের প্রতি মহব্বত নেই।নামাজ কাজা হয়,অনেক আফসোস হয়।ইবাদাত করতে ইচ্ছে করে কিন্তু কি যেন বাধা দেয়।কি করলে পূর্বের অবস্থায় ফিরতে পারব?