ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যেহেতু আপনি অবিশ্বাস করার নিয়তে এমনটা বলতে না।ঐ বই দু'টির নাম উচ্ছারণ করতেন না।তাই আপনি কাফির হননি। হ্যা, সতর্কতামূলক আপনি তাওবাহ করে নিবেন।
আল্লাহ তা'আলা বলেন,
( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।(সূরা বাকারা-২৮৬)
অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
(وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)
(২)
প্রশ্নের বিবরণমতে আপনাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা হয়নি।বিবাহকে দোহড়াতে হবে না।
(৩)
বিবাহকে দোহড়ানোর কোনো প্রয়োজনিয়তা নাই।
(৪)
প্রশ্নের বিবরণমতে জিহার হবে না।
(৫)
না, কাফির হবেন না।যদিও এরকম কথা বলাটা উচিৎ হয়নি।