بسم الله الرحمن الرحيم
জবাব,
https://www.ifatwa.info/1205
নং ফাতাওয়ায় বলা
হয়েছে যে,
নেককার স্বামী/স্ত্রী পাওয়া এবং সুস্থ
সবল সন্তানের পিতা-মাতা হওয়া, বান্দার উপর আল্লাহ তা'আলার এক বিশেষ নেয়ামত।এজন্য প্রত্যেক স্বামী/স্ত্রী এর জন্য
মহান রবের শুকরিয়া আদায় করা উচিৎ। এ বিশেষ নেয়ামতের অকৃতজ্ঞা প্রকাশ করার অর্থই হল
নিজের জীবনকে বিপর্যয়ের দিকে ঢেলে দেয়া।
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﺇِﺫْ
ﺗَﺄَﺫَّﻥَ ﺭَﺑُّﻜُﻢْ ﻟَﺌِﻦ ﺷَﻜَﺮْﺗُﻢْ ﻷَﺯِﻳﺪَﻧَّﻜُﻢْ ﻭَﻟَﺌِﻦ ﻛَﻔَﺮْﺗُﻢْ ﺇِﻥَّ
ﻋَﺬَﺍﺑِﻲ ﻟَﺸَﺪِﻳﺪٌ
যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন
যে, যদি
কৃতজ্ঞতা স্বীকার কর, তবে
তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। (সূরা
ইবরাহিম-৭)
যেহেতু আপনার স্বামী এখনো
আপনার সাথে সংসার চালিয়ে যাচ্ছেন। বিচ্ছেদের আলোচনা করছেন না বা সেদিকে অগ্রসর
হচ্ছেন না। এটা প্রমাণ করে সে আপনাকে ভালবাসে। হয়তো কোনো কারণে সে পরকিয়ায় লিপ্ত
রয়েছে। তাই আমি মনে করি যে, আপনি
তাকে পূর্ণ ভালবাসা প্রদাণ করুন। তার সাথে যথেষ্ট মায়াবী আচরন করুন। তার সামনে
সু-সজ্জিত হয়ে আসুন। এবং প্রথম দিনের মত তাকে আগ্রহ ভরে দেখুন। এবং সাথে সাথে তাকে
আখেরাতের ভয় প্রদর্শন করুন। বা ইসলামী বিধি-বিধান সম্পর্কে সম্মক অবগত করানোর
চেষ্টা করুন।
সুপ্রিয় প্রশ্নকারী
দ্বীনি ভাই/বোন!
কারো পার্সোনাল বস্তু তার অনুমতি ছাড়া
ব্যবহার করা জায়েয নেই। প্রিয় দ্বীনি বোন! প্রশ্নেল্লিখিত ছুরতে আপনার জন্য উচিৎ স্বামীকে পূর্ণভাবে ভালবাসা। যেন তিনি আপনাকেই বেশী সময় দেন এবং পর নারীকে নিয়ে কল্পনা
করার সুযোগ না পান। সাধারণত এই ধরণের অবস্থায় শয়তান স্বামী স্ত্রীর মাঝে ফাটল তৈরী
করে। বিধায়, হাতশ হবেন না। বরং তার জন্য দোয়া করুন এবং আপনার স্বামীকে স্থানীয় ভালো
কোন আলেমের সোহবতে যাওয়ার জন্য বলুন। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে মানুষ এজাতীয় গোনাহ
থেকে সহজে বাঁচতে পারে।