ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধুমপান মাকরুহে তাহরিমি।কেননা এতে অনেক প্রকার ক্ষতি রয়েছে।
( ويُحِلُّ لهم الطيبات ويُحَرِّمُ عليهم الخبائث )
আল্লাহ তা'আলা খাদ্যদ্রব্যর মধ্যে শুধুমাত্র পবিত্র ও ফায়দাজনক খাদ্যকেই হালাল সাব্যস্ত করেছেন।এবং ক্ষতিকারক জিনিষকে হারাম সাব্যস্ত করেছেন।(সূরা আ'রাফ-১৫৭)
যেহেতু উসূলে ফিকহের মূলনীতির আলোকে সরাসরি ধুমপানকে হারাম সাব্যস্ত করা যাচ্ছে না।তাই উলামায়ে হারামের কাছাকাছি হুকুম মাকরুহে তাহরীমি কে সাব্যস্ত করেছেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1899
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
সিগারেট খেলে ওযু ভঙ্গ হবে না। যারা সিগারেট খায় তারা সিগারেট খাওয়ার পর কুলি করে নামায পড়বে।কুলি করাই তাদের জন্য যথেস্ট হবে।
২. সিগারেট খেলে মুখে যে দুর্গন্ধ হয় তার জন্য ফেরেশতা দূরে চলে যায়।
৩.সিগারেট খেলে তো আশেপাশের মানুষের সমস্যা হয়।অনেকের পরোক্ষভাবে এর ফলে শ্বাসকষ্ট বা অন্য সমস্যাও হয়।এতে তাদের কষ্ট দেয়ার জন্য সিগারেট পানকারি হক বিনষ্টকারী হিসেবে বিবেচিত হবে। সেই জন্য সিগারেট পান করার পর ভালভাবে মুখ ধৌতকরে জনাসম্মুখে বের হতে হবে।