ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্ত্রী যদি মেসেজে বা কলে স্বামীকে বলে আমার মার দিকে তাকিয়ে আমাকে ভুলে যেতে পারবা? এটা দ্বারা তালাক চাওয়া বুঝাবে না।
(২)
১ নং প্রশ্নে যে স্ত্রী বলেছে আমাকে কি ভুলে যেতে পারবা বলেছে যে এর পর স্বামী নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললে তালাক হবে না।
(৩)
স্বামী যদি বলে তুমার সুখের জন্য তুমাকে ছাড়তে হলে ছেড়ে দিব,ইত্যাদি।কিন্তু স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড়তে চায় না।মা বাবার দিকে তাকিয়ে দিবে সেটা বলতেছিল।।স্বামী তখন কেনায়া তালাকের বিষয়ে জানত না আর স্ত্রী সরাসরি তালাক ও চায় নি।কথা গুলো ফোনে হচ্ছিল ।
তখন তখন স্বামী নিয়ত ছাড়া কেনায়া শব্দ বললে তালাক হবে না।
বিঃদ্রঃ মেসেজেও তালাক হয়।
৪।তালাকের বিষয়ে কথা বলার সময় মেসেজে বা ফোন কলে স্ত্রী যদি বলে আব্বু কি বলে দেখি।যদি চলে আসতে বলে চলে আসব মানে স্বামীর ওইখান থেকে। স্বামী যদি বলে তুমার সুখের জন্য আমি তুমাকে ছেড়ে দিতে পারব বা দিব।এর পর স্বামী যদি বলে দেখ কি বলে তুমার আব্বু যেটা বলে সেটা কর।মানে পরে বাবার সাথে কথা বলবে তহ মেয়েটা তখন বাবা যেটা বলে সেটা করতে বলতেছে আর কি তাকে তার স্বামী।এটা ভবিষ্যৎ এর কথা না?
এই কথাটার দ্বারা তালাক হবে না।