***শায়েখ, বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি।
নিচের আলোচনায় স্ত্রী স্বামীর সাথে কথা বলের সময় "তালাক" শব্দটি উচ্চারণ করে নাই। "তালাক" শব্দকে "ওইটা" বলে ইংগিত করে স্বামীর সাথে কথা বলছিল।
কিন্তু যখন "তালাক" শব্দ উচ্চারণ করেছিল, তখন স্বামীকে তালাকের মাসালা বলার জন্য মুখে "তালাক" শব্দ উচ্চারণ করেছিল।
তাদের কথপোকথন:
স্ত্রী: তুমি যেদিন বলেছিলা অমুক কাজ করলে ওইটা(তালাক) বলবা, তুমিতো এইখানে বলবা বলেছ। বলবা বললে সমস্যা হবে না। এইটা তো জানো?
স্বামী: হ্যা।
স্ত্রী: তুমি যেদিন বলেছ আমি অমুক কাজ করলে ওইটা(তালাক) বলবা, তুমি কি আসলেই ওইটা(তালাক) বলতে আমি অমুক কাজ করলে?
স্বামী: বলতাম নাহ।
স্ত্রী: আর কখনো কিন্তু এইসব বলবা না আমাকে।
স্বামী: আচ্ছা। বলবো না।
স্ত্রী: শুনো, কেউ যদি তার স্ত্রীকে বলে, "তুমি অমুক কাজ করলে তালাক, তখন স্ত্রী সেই কাজ করলে স্ত্রী তালাক হয়ে যায়।"
তুমি যেদিন বলেছিলা, অমুক কাজ করলে ওইটা(তালাক) বলবা, তখন তোমার মনে কি এমন নিয়ত ছিল আমি অমুক কাজ করলে ওইরকমকিছু(তালাক) হয়ে যাবে?
স্বামী: নাহ। নিয়ত ছিল না।
স্ত্রী: ওইরকম কোনো নিয়ত ছিল না!
স্বামী: নাহ।
***স্বামী স্ত্রীর উপরের আলোচনায় কি তালাকের মজলিশ হয়েছে??তাদের কোনো কথার জন্য কি এইখানে তালাকের মজলিশ হয়েছে কি না দয়া করে বলবেন।