ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"তখন আমার মন খারাপ হয় তাই আমি তাকে বলি তুমি তোমার পরিবারের জন্য আমাকে,,এইটুকু বলার পর আমার husband বলে অবশ্যই অবশ্যই !!!!আমার কথার উদ্দেশ্যে ছিল তুমি তোমার পরিবারের জন্য আমাকেও ছেড়ে দিবা! কিন্তু পুরো কথা টা বলিনি! এখন বুঝতেসিনা কি বলতে চাইসিলাম!পরে আমাকে বলে যে সে তালাক এর উদ্দেশ্যে অবশ্যই বলেনি!"
স্বামী স্ত্রীর আলোচনার উল্লেখযোগ্য অংশ হল এটা।
এখানে তালাক হবে না। আপনার উদ্দেশ্য যেহেতু এটা যে, 'তুমি তোমার পরিবারের জন্য আমাকেও ছেড়ে দিবা!'
এই কথার দ্বারা তালাক হবে না।কেননা দিবা ভবিষ্যত বাচক শব্দ।আর ভবিষ্যত বাচক শব্দ দ্বারা তালাক হয় না।