আসসালামু আলাইকুম, ,
আবার একই প্রশ্ন করার জন্য ক্ষমা চাচ্ছি। আমি খুব হতাশা গ্রস্ত । আমি খুব মানষিক যন্ত্রনায় আছি । প্লিজ , একটু মানবিক দৃষ্টিতে দেখবেন ।
https://ifatwa.info/55459/
এই ফতুয়ায় ২ নাম্বার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তা*** হবেনা।
অতীতে সাংসারিক কলহ বিবাদে অনেক কথা হয়েছে আমাদের মাঝে।কেনায়া কথার আশংকাও রয়েছে। এই অতীতের কেনায়া বিষয়ে নতুন নতুন সন্দেহ জাগে । একেক সময় একেক কথা মনে পড়ছে । একবার হয় মনে এইটা বলেছি আবার মনে হয় আরেকটা বলেছি আবার বললেও কোন নিয়তে বলেছি বুঝতে পারছিনা ।এসন্দেহ গুলো সত্য নাকি মিথ্যা নাকি ওয়াসওয়াসা। সন্দেহ হচ্ছে যে আল্লাহ পাকড়াও করবেন কিনা। আমি যথেষ্ট চেষ্টা করেছি সত্য টা যাচাই করতে কিন্তু স্পষ্ট ভাবে কথা গুলো তুলে ধরা আমার সাধ্যের বাহিরে । কিছু কথা আংশিক মনে পড়ে তাও সিউর ভাবে না আবার পড়ের কথা কি সেটাই মনে পড়েনা এবং কোন ঘটনার প্রেক্ষিতে এগুলো বলা হয়েছে সেটাও মনে পড়েনা । একই কথা ভিন্ন ভিন্ন ভাবে মনে পড়ে নতুন ভাবে মনে পড়ে। আমি ওয়াসাওয়াসায় আক্রান্ত,যেখানে আমি ২ মিনিট আগের নিজের মুখের কথায় সন্দিহান হয়ে পড়ি আর এখানে ২/৩ বছর আগের কথা আমি কিভাবে স্পষ্ট মনে রাখবো ? আমার কাছে এখন মনে হয় যে এসব কথার দারা যে তা** হতে পারে সেটাই যেহেতু জানতাম না তাহলে হয়তো তা**** নিয়তে সেসব কথা বলা হয়নি ।
আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার বিষয়ে একটা ফায়সালা করে দিন যাতে আমি ভবিষ্যতে আর কোন দিন এই বিষয়ে কোন প্রশ্ন না করি এবং এই ফায়সালার উপর যেন অটুট থাকতে পারি। ফায়সালা হয়ে যাওয়ার পর সেই বিষয়ে আর নতুন কোন সন্দেহ হলে কি আর কোন প্রশ্ন করা ঠিক।অতীত নিয়ে সন্দেহ হলে যদি আমি এইরকম মনে করি যে ,আমি এইরকম কিছুই বলিনি এগুলো নিছক সন্দেহ ,মিথ্যা এবং ওয়াসাওয়াসা তাহলে কি গুনাহ হবে।। আল্লাহ কি আমাকে পাকড়াও করবেন?