১. কেও যদি তার স্বামীকে মজা করে বলে "তুমি আমার জামাই না" তবে কি তা কেনায়া বাক্য? নিয়ত থাকলে তা পতিত হয়ে যাবে?
২. কেও যদি তার বউ মজা করে বলে "তুমি আমার বউ না" তবে কি তা কেনায়া বাক্য? নিয়ত থাকলে তা পতিত হয়ে যাবে?
৩. বিয়ে হয়েছে, অনুষ্ঠান হয় নি এবং সংসার শুরু হয় নি, এমন দম্পতি ওই আনুষ্ঠানিক পোগ্রামের ওর একসাথে থাকাকে উদ্দেশ্য করে একে অপরকে যদি বলে, বিয়ে পর এই করবো সেই করবে, মন চায় জলদি বিয়ে করতে, অর্থাত বিবাহিত হয়ে নিজেরা আবার বিয়ের কথা বললে কি সমস্যা হয়?
৪. এমন বিবাহিত দম্পতি কেও যদি বলে,"এমন রাগ উঠছিলো মন চাইছিলো তোমাকে আর বিয়ে করবো না" তবে কি সমস্যা হবে?
(স্ত্রীর তালা*কের অধিকার আছে)