বিসমিহি তা'আলা
জবাবঃ
হাদিসটি মুনকার।
আরশিফু মুলতাকা আহলিল হাদিস-৭১/১৪২
হাদীসে মুনকার বলা হয়,যা (ছিক্বাহ)গ্রহণযোগ্য রাবীর বিপরিত দুর্বল রাবী কর্তৃক বর্ণিত হাদীস।
সুতরা তার বিপরিত গ্রহণযোগ্য রাবীর বর্ণনা থাকা অবস্থায় হাদীসে মুনকার অগ্রহণযোগ্য।
শরহে নুখাবাতিল ফিকর-১/৭২
মুনকার হাদীস যঈফ,তবে মাওযু না।সুতরাং তার প্রচার-প্রসার অনুচিত।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.