আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ।।
আমাদের এলাকায় একপ্রকার মহিলা ঘটক আছে মা ও তার মেয়ে।এরা গরীব দুঃখী বেকার মানুষদের টাকার লোভ দেখিয়ে, একদম ইবলিশ শয়তানের মতো তাদের ফাদে ফেলে।
অমোক মেয়েকে বিয়ে করো বা তোমার ভাই ছেলেকে বিয়ে করাও তিন লাখ/দুই লাখ টাকা দিবে যা দিয়ে কোন এক ব্যবসা করতে পারবে।তোমাদের আর দুঃখ থাকবেনা।এই বলে যোগ্য ছেলের সাথে অযোগ্য মেয়ে আর যোগ্য মেয়ের সাথে অযোগ্য ছেলের বিয়ে করিয়ে ছাড়ে।এরপর তিন/দুই লাখ টাকা দেওয়ার বেলায় আর দেয় না (তারা ছেলেকে যে টাকা দেবে বা কর্মের ব্যবস্থা করবে সে ব্যপারে মেয়ে পক্ষের সঙ্গে কোন আলাপ করে না) ফলে বিবাহিতদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম দুঃখ একপ্রকার তারা (সেই ঘটকরা) সংসার বিচ্ছেদের দিকে নিয়ে যায় এমন কি দুই একটা সংসার তাদের জন্য বিচ্ছেদ হয়েছে।আর ছেলের পরিবারের প্রতি জুলুম নির্যাতন চালায় যা অসহনীয়।
আর একটা কথা তারা যে সকল মেয়েদের বিয়ে দেয় তাদের বয়স ১০/১২/১৪ বছর হয়ে থাকে। মেয়ের পরিবারকে বলে আপনার মেয়ে এখন বিয়ে না দিলে পরে কোন ছেলের সাথে পালিয়ে যাবে।
প্রিয় শায়েখ,
*এইযে তারা ১০-১২ বছরের মেয়েদের বিয়ে দিচ্ছে এটা কি ঠিক করছে?
* তারা টাকার প্রলোভন দেখিয়ে পরে তা না দিয়ে একটা অসহায় পরিবারে অশান্তি সৃষ্টি করছে তা কি ঠিক আবার তারা সেই সংসার বিচ্ছেদের দিকে নিয়ে যায় সেক্ষেত্রে কাবিনের টাকা দিতে ছেলে পক্ষের বড় জুলুম হয়।
(১) তাদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেওয়া কি ঠিক হবে?
(২) তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে বা তাদের পরিহার করা যাবে?