জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
হযরত আবু তালহা (রা.)থেকে বর্ণিত,তিনি বলেন
عَنْ أَبِي طَلْحَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَاتَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ»
আমি রাসূলে কারীম ﷺ কে বলতে শুনেছি: 'ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না,যে ঘরে কুকুর এবং ফটো রয়েছে।'[ সহীহ মুসলিম-২১০৬]
যদি ছবি এত ছোট হয় যে,স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি দাড়ানো অবস্থায় জমিনে অবস্থিত ছবির অঙ্গ সমূহের পার্থক্য নির্ণয় করতে পারে না,তাহলে এমন ফটো/ছবি নাজায়েয হবে না।বরং এগুলো ব্যবহারের অনুমোদন দেয়া যেতে পারে।যদিও এমন ছবি বানানো হারাম।ব্যবহার এজন্য অনুমোদিত, কেননা হাদীসে প্রমাণিত রয়েছে যে,কোন কোন সাহাবীর আংটিতে ছোট্ট ফটো ছিলো(জাওয়াহিরুল ফিকহ-৭/২৫৯,কিতাবুন-নাওয়াযিল-১৬/৫২৮)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি উক্ত প্রসাধনী সামগ্রীর উপর প্রজাপ্রতির চেহারা বা মুখ স্পষ্ট থাকে বা বুঝা যায় তাহলে তা ব্যবহার করা ও রাখা জায়েজ হবে না
তবে যদি প্রজাপতির চেহারা বা মুখ অস্পষ্ট থাকে বা না থাকে তাহলে সেটা ব্যবহারের রুখসত থাকবে এবং এটা ব্যবহারের অনুমতি থাকবে। তবে এটাও না রাখা তাকওয়ার নিকটবর্তী।
(০২)
পুরুষের জন্য মেরুন লাল কাপড় পরিধান করা জায়েজ নয়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এটি লাল কালারেরই অন্তর্ভুক্ত, এধরনের পোশাক ছেলেদের পড়া জায়েজ হবেনা।
(০৩)
উক্ত ওড়না ছেলেদের ক্ষেত্রে জায়েজ হবেনা।
নারীদের জন্য জায়েজ।
(০৪)
মেরুন লাল রঙ এর শার্ট পড়া জায়েজ নয়।
(০৫)
লাল কালার থেকে কিছুটা ফ্যাকাশে হয়ে গেলে বা অন্য কালার ধারন করলে সেটি পড়া যাবে।
নতুবা ছেলেদের জন্য পড়া যাবেনা।