আসসালামু আলাইকুম উস্তাদ।
দ্বীনে ফেরার আগে যখন সেক্যুলার ভাবধারার বই পড়তাম,,,তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে একটা বই নিয়েছিলাম। ফেরত দিবো দিবো করে আর ফেরত দেওয়া হয় নি। বিশ্ব সাহিত্য কেন্দ্র এর যেই ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বই নিয়ে ছিলাম সেখানেই ফেরত দিতে হবে। এত গুলো ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে আমার পক্ষে খুজে বের করা সম্ভব না আমি কোন টা থেকে বই নিয়েছিলাম। তাছাড়া মেম্বারশিপ কার্ড ও হারিয়ে ফেলেছি। উস্তাদ,,আমাকে পরামর্শ দিন এই বই টা নিয়ে আমি কি করতে পারি। উল্লেখ্য, বইটি সেক্যুলার রাইটার এর সেক্যুলার ধাচের বই।
এমন একটি বই ফেরত না দেওয়ায় আমি কি গুনাহগার হবো? আর এখন যেহেতু আমার পক্ষে সম্ভব ও না ফেরত দেওয়া, গুনাহ মুক্ত হতে আমি কি পদক্ষেপ নিতে পারি বই টি নিয়ে?