আসসালামু আলাইকুম শায়েখ,
আমি আমার মানসিক রোগ নিয়ে বেশ কয়েকমাস যাবত মারাত্তক হতাশাগ্রস্ত। মনে একের পর এক নেগেটিভ চিন্তা আসতে থাকে। যা আমি না চাইলেও আসে এবং আমি আমার বাজে চিন্তা মাথা থেকে সরাতে পারি না। মানসিক ডাক্তারের পেসক্রিপশন অনুযায়ী আমার ওসিডি বা মানসিক রোগ আছে।
★ মনের ভিতর প্রায় সবসময় তালাক, তালাক চলতে থাকে। কোন সময় মন থেকে সরাতে পারি না। ওয়াইফের সাথে স্বাভাবিক কথা বলছি তবুও মনের ভিতর তালাক শব্দ চলে আসছে। কিছু সময় এটা এতটা মারাত্তক রুপ ধারন করে যে, মনে হয় আমি উচ্চারন করে ফেলবো। তখন আমি আমার মুখ হাত দিয়ে চেপে ধরে থাকি। আবার কোন সময় মুখ দিয়ে তালাক বেরিয়ে যাবার মত অবস্থায় হাত দিয়ে মাথায় বাড়ি মারি। কোন কোন রাতে ঘুম ভাংগার পর মনে হচ্ছে তালাক উচ্চারন করে ফেলছি। সবসময় তালাকের কল্পনায় মনের ভিতর চলতে থাকে। আনমনা হয়ে অনেক সময় তালাক শব্দ হাতের আংগুল ঘসে নিজের গায়ে তালাক লিখে ফেলছি। কোন কোন সময় ইচ্ছা করেই হাতের আংগুল দিয়ে নিজের গায়ে তালাক লিখে ফেলছি। পরে মনে হচ্ছে এটা আমি কি করলাম। তালাক কি দিয়ে দিলাম?
এমন মানসিক কষ্ট নিয়ে আমার গত কয়েকমাস কাটছে।
সারাদিন এর ভিতর কতবার যে তালাক মনে মনে বলি তার কোন হিসাব নেই। কিছু খেতে গেলে, হাচি দিলে, নামাজের ভিতরে, এমনি মুখ দিয়ে কোন শব্দ বের হলেই মনে হচ্ছে তালাক উচ্চারন করে ফেললাম মনে হয়। মনের ভিতর সবসময় একটা সন্দেহ কাজ করে। জিবনটা আমার খুব কষ্টকর হয়ে গেছে।
এর আগে এই মানসিক কষ্ট নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করেছি। আপনারা বলেছেন আপনি ওয়াসওয়াসার রুগি। আপনার তালাক কার্যকর হবে না। মাঝে কিছুদিন ভাল ছিলাম। আবার এখন খুব বাজে ভাবে এসব চিন্তা আমার মনকে প্রভাবিত করছে।
উপরে উল্লেখিত কোন কারনে কি তালাক পতিত হবে শায়েখ???
এর থেকে নিস্তার পাবার কোন উপায় বলবেন আমাকে শায়েখ???