ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ ۚ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
আপনি বলুনঃ আল্লাহর সাজ-সজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? আপনি বলুনঃ এসব নেয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্যে। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে।(সূরা আ'রাফ-৩১-৩২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
পুরুষের জন্য সাধারণ প্রসাধনী অর্থাৎ স্নু,ঠোটে লিপজেল ব্যবহার জায়েয। বাসা থেকে ওজু করে মুখে স্নু দিয়ে চুল দাড়ি আচড়িয়ে মসজিদে যাওয়া,এবং নিজেকে পরিপাটি করে রাখা জায়েয হবে।
(২)
সংবাদপত্রে কাজ করা
ছবি ছাপানোর কাজ করা জায়েয হবে না।তবে যদি কোনো চাকুরীতে ছবি ছাপানোর সাথে অন্য কাজও থাকে।এবং অন্য কাজের তুলনায় ছবি ছাপানোর কাজ কম।তাহলে এমতাবস্থায় উক্ত চাকুরীতে রুখসত থাকবে। সর্বোপরি কোনো বৈধ চাকুরী তালাশ করাই তাকওয়ার দাবী।বৈধ চাকুরী খুজে নেয়ার পূর্ব পর্যন্ত ইস্তেগফারের সাথে উক্ত কাজ বৈধ হবে।
সংবাদপত্র ক্রয় করা ও পড়া
উসূলে ফিকহের মূলনীতি হলো,
الأمور بمقاصدها-(شرح المجلة لسليم رستم باز)
প্রত্যেক কাজ তার উদ্দেশ্যর উপর নির্ভরশীল।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1266
(৩)
পত্রিকা অফিসেই এমন পদ যেখানে কোনো ছবি নিয়ে কাজ করতে হবে না শুধু টাইপ করতে হয়। এই পদে চাকরি করা জায়েয হবে।
(৪)
সাহাবাগণ কখনো মিথ্যা কিছু বলতেন না। অযথা হাসাহাসি করতেন না।গিবত করতেন না। পার্টি করে অযথা রং তামাশায় মত্ত হতেননা। সাহাবাগণ সর্বদাই আল্লাহর ইবাদতে থাকতেন।নিজের কাজকর্মকে আঞ্জাম দেয়ার পর নামাযে দাড়িয়ে যেতেন।
(৫)
যতটা সাধারণ ভাবে গেলে নিজেকে অহংকারী লাগবে না, ততটাই স্বভাবিকভাবে যাবেন।