আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
489 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (32 points)
মুরগি বা মুরগির মত বা ছোট পাখি যদি জবেহ করতে হয়, কিবলা মুখী করে করানো কি বাধ্যতামূলক? অন্যথ্য কি গোশত হারাম হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

মুসলমানদের জন্য নামাজের মধ্যে  ঘুমানোর সময়,মাইয়্যিত কে শোয়ানো,নামাজ,কুরবানী,পশু জবাই ইত্যাদি সময়ে কেবলার দিকে হওয়া উচিত।
,
নামাজের মধ্যে কেবলার দিকে হওয়া শর্ত,বাকি অন্যান্য ক্ষেত্রে কেবলার দিকে হওয়া সুন্নাত।
,
এরশাদ হচ্ছেঃ
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ ۗ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ [٢:١٤٤] 
নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল-হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক, সেদিকে মুখ কর। যারা আহলে-কিতাব, তারা অবশ্যই জানে যে, এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন, সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। {বাকারা-১৪৪}

পশু চাই ছোট হোক,বা বড় হোক কেবলার দিকে মুখ করে জবাই করবে। এটা সুন্নাতে মুয়াক্কাদা। 
কোন ওজর ছাড়া এর উল্টো করা খেলাফে সুন্নত। তবে অন্য দিকে ফিরিয়ে জবাই করলে জবাই শুদ্ধ হয়ে যাবে।
(ফাতাওয়ায়ে রহিমিয়্যাহ ১০/৬৮)

) وکرہ ترک التوجہ الی القبلۃ لمخالفۃ السنۃ ص ۲۹۶ کتاب الذبائخ)
কেবলা ছাড়া অন্য দিকে মুখ করে পশু জবাই করা সুন্নাত তরক করার কারনে মাকরুহ।

المحيط البرهاني في الفقه النعماني (6/ 80):
" وإذا ذبحها متوجهةً إلى غير القبلة حلت، ولكن يكره".
কেবলা ব্যাতিত অন্য দিকে মুখ করে জবাই করলে পশু হালাল হয়ে যাবে ঠিকই,তবে মাকরুহ হবে। 

البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (8/ 194):
" ويكره أن يذبحها موجهةً لغير القبلة؛ لمخالفة السنة في توجيهها للقبلة وتؤكل".
কেবলা ছাড়া অন্য দিকে মুখ করে পশু জবাই করা সুন্নাত তরক করার কারনে মাকরুহ।

المستحب أن یکون الذابح مستقبل القبلة والذبیحة موجھة إلی القبلة الخ (بدائع)
মুস্তাহাব হলো জবাই কারী এবং পশু উভয়ই কেবলার দিকে মুখ করবে।

وفى رد المحتار-(و) كره (ترك التوجه إلى القبلة) لمخالفة السنة اى المؤكدة لأنه توارثه الناس فيكره تركه بلا عذر (الفتاوى الشامية-9/427)
কেবলা ছাড়া অন্য দিকে মুখ করে পশু জবাই করা সুন্নাতে মুয়াক্কাদা  তরক করার কারনে মাকরুহ,,,,।

وفى الفتاوى الهندية- واذا ذبحها بغير توجه القبلة حلت ولكن يكره (الفتاوى الهندية -5/288)
কেবলা ব্যাতিত অন্য দিকে মুখ করে জবাই করলে পশু হালাল হয়ে যাবে ঠিকই,তবে মাকরুহ হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...