আসসালামু আলাইকুম শায়েখ আমার এক বোনের প্রশ্ন। ভীষন লজ্জাবোধ নিয়ে প্রশ্ন টি করছি।
আমার এক বোন অশ্লীল পর্ণ আসক্ত। সে এক রুমে বসে পর্ণ দেখছিল আর তার মা আরেক রুমে কুরআন পড়ছিল। কুরআন পড়ার আওয়াজ পাওয়ার অল্প কিছুক্ষণ পর পর্ণ দেখা বন্ধ করে দেয় ও জানে এতে ওর গুনাহ হইছে। কিন্তু ওর মনে কুরআন অবমাননা করার কোন চিন্তা ভাবনা আসে নাই। উল্টো ওনখুব নিকৃষ্ট একটা মানুষ আর ওর প্রচুর গুনাহ হচ্ছে এটাই মনে আসছিল। দয়া করে বলবেন উপোরিক্ত ঘটনায় কি কোন কুফুর হয়েছে? ওর কি ইমান আছে? ও জানে প্রচুর গুনাহগার ও এবং তওবাও করে সালাতও পড়ে।
(২) সমকামি পর্ণ সার্চ দিয়ে দেখলে কিন্তু সমাকামকে নিকৃষ্ট ও হারাম মনে করে গুনাহ মনে করে তওবা করে এতে কি কুফুরি হয়?
দয়া করে ক্ষমা করবেন। প্রশ্নটি করতে খুব লজ্জা লাগছে। মাফ করবেন।