১. হায়েজ অবস্থায় কি দুয়ার আয়াত গুলো পড়া যাবে?
২. হায়েজ অবস্থায় কিভাবে মৃত পিতামাতার জন্য দুয়া করা যাবে? কুরআনের আয়াত দিয়ে দুয়া করা যাবে?
৩. আমার ভাইয়ার প্যানিক এটাক হয় খুব ঘন ঘন ,যার ফলে সে একা থাকতে পারেনা । একাকীত্বের ভয়ে সে পাগল হয়ে যাবে, একা থাকলে ছায়া দেখে এমন। হঠাৎ মৃত্যু চলে আসবে এমন অনুভব হয় তখন পাশে থেকে সাহস দেই।ম্যাক্সিমাম সময়ে রাতেই হয় এমন। শরীর কাপে,দম বন্ধ হবার উপক্রম আর বমি মাথা ব্যথা,হার্ট বিট ডাবল থেকে চার গুন হয় এমন লাগে।
তাকে একা শুতে দেয়া বিপজ্জনক আর এই গত এক মাস সে পারছেনা।এর আগে তাকে আলাদা বিছানা দেয়া হয় প্রায় ৪ বছর।এতদিন এমন হয়নি কখনো। আম্মার মারা যাবার পর ও অসুস্থ হচ্ছে।
আমি বয়স(২২) , আমার ভাই(১৮-১৯) এক বিছানা মাঝে দুটো কোলবালিশ দিয়ে আলাদা কাথায় কি ঘুমাতে পারবো রাত্রে?
কিংবা আমি আব্বু ভাই তিনজন? ভাই আব্বু (৪৫+)আলাদা লেপে আমি আলাদা কাথায়?