১. স্ত্রী বাবার বাসায় থাকে। ছুটিতে স্বামীর কাছে থাকতে আসে।
স্বামীর বাড়িতে স্ত্রীর বাবা-মার বেড়াতে আসার কথা। ওইদিন স্বামীর কাছে থাকা অবস্থায় স্ত্রীর সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সময় স্বামী স্ত্রীকে বলে, "আজকে তোমার বাবা মা চলে যাওয়ার সময় তোমাকে আমি তোমার বাসায় দিয়ে আসবো।" - এটি কি কেনায়া বাক্য?
২. সেই দিন আর স্বামী স্ত্রীকে স্ত্রীর বাবা মার সাথে স্ত্রীর বাসায় নেয় নাই। স্ত্রী স্বামীর কাছেই ছিল।
তার পরের দিন স্ত্রী স্বামীকে মজা করে বলে, "তুমি না গতকাল বললে, আমার বাবা মার সাথে আমাকে বাসায় দিয়ে আসবা?
তখন স্বামী বলে "হ্যা বলেছিলাম।"
"তুমি না গতকাল বললে, আমার বাবা মার সাথে আমাকে বাসায় দিয়ে আসবা?"- স্ত্রীর এই কথায় কি তালাক চাওয়া বুঝাবে?
৩. স্ত্রী যদি স্বামীকে বলে, "তুমি না আমাকে বলেছিলে চলে যেতে?"
স্বামী যদি তালাকের নিয়ত ছাড়া উওর দেয় "হা বলেছি" তাহলে কি তালাক হবে?