১) যদি কোনো গানের কোথাও কোনো কুফরি শিরকি লাইন থাকে৷ (৩/৪ লাইন)
আর কেউ যদি সেই লাইন গুলো না শুনে অর্থাৎ গানের সেই লাইন গুলো স্কিপ করে গানের অন্য লাইন গুলো শুনে, তাহলে কি তার কুফর হবে?
[২)
আমার মনে হয় যে গানে অমুক লাইন টা শিরকি বলা হয়েছে, এখন যেহেতু সেই শিরকি লাইন টা গাওয়ার পরেই গানের বাকি লাইনগুলো গাওয়া হয়েছে, তাহলে আমি যদি সেই লাইনগুলো শুনি এবং আমার তা ভাল লাগে, তাহলে আমার কি কুফর হবে?
৩) গানের প্রেক্ষাপট যদি কুফর পরিবেশে হয়
যেমন ঃ
ক)
কারো হিন্দু রীতিতে বিয়ে হচ্ছে,৷ হিন্দু রা বিয়েতে বরের জুতা চুরি করে। হিন্দি একটা গান আছে এই জুতা চুরি কে কেন্দ্র করে। সেই গান গেলে কি কুফর হবে?
খ)
হিন্দুদের "Dandiya" নামক এক রীতি আছে। আমাদের জন্য এই অনুষ্ঠান হারাম।
সেই পরিবেশের প্রেক্ষাপটে অর্থাৎ গানটিতে দেখানো হয়েছে যে দুইজন ছেলে মেয়ে এই Dandiya অনুষ্ঠানে নাচতেছে। কিন্তু গানে শিরকি কুফরি লাইন আছে ১ টা( মেয়ের কসম কেটেছে)।
এখন সেই গান গেলে কি কুফর হবে?
৪) গানের কুফরি লাইন গুলোর পরিবর্তে আমি যদি নিজের মত গানের লিরিক্স বানিয়ে নিজের বানানো লাইন টা গাই ( কুফরি লাইন টার সুরে) তাহলে কি কুফর হবে?
৫)
[ গায়ক রা কুফরি লাইন যে সুরে গেয়েছে, সে সুরে আমি অন্য কোন লাইন ( যেটা কুফরি লাইন না ) গাই, তাহলে কি আমার কুফর হবে?]
৬)
হিন্দি মুভি গুলোতে দেখানো হয় বিয়ের আগে ভালোবাসা খারাপ কিছু না। অর্থাৎ যারা মুসলিম নয়,তারা সেটাকে জায়েজ ধরে নেয়। হিন্দি তে ভালোবাসা নিয়ে অনেক গান আছে। আমার প্রশ্ন হচ্ছে-
তারা বিয়ের আগে ভালোবাসাকে উচিত কাজ মনে করে। আর বিয়ের আগে ভালোবাসা নিয়ে অনেক গান বানায়। আমি যদি বিয়ের আগে কোন ছেলে/ মেয়ে কে ভালোবাসাকে হারাম ধরেই গান গুলো গাই, তাহলে কি আমার কুফর হবে?
ক) বিয়ের আগের হারাম রিলেশনশিপ কে তারা যে হালাল মনে করে, এই কারনে কি তাদের এই "বিয়ের আগের রিলেশনশিপ বিষয়ক গান" গুলো গাইলে কি আমার কুফর হবে?