আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার বিয়ের হয় ২০২০ সালের ৪ এপ্রিল।
২০২০ এর ৪ এপ্রিল, আমার আহলিয়া যেই পরিমাণ স্বর্ণের মালিক হয় তার মূল্য (বিক্রয়মূল্য,যাকাত যেভাবে হিসাব করি সেভাবে), ৭,০৫,১৩৮ ৭ লক্ষ ৫ হাজার ১শত ৩৮ টাকা।
প্রশ্ন ১. ২০২০ সালের হজে একজন মেয়ের মিনিমাম কি পরিমাণ টাকা থাকলে হজ ফরজ হবার কথা ছিল? আমার আহলিয়ার উপর হজ ফরজ কিনা? (যেহেতু মাহরামসহ খরচ লাগবে মেয়েদের)
২০২১ সালের যাকাতের হিসেবে আমার আহলিয়ার মালিকানায় থাকা স্বর্ণের বিক্রয়মূল্য + নগদ টাকা মিলে হয় (৮,৪৭,৯০৯+১৮৩৭)= ৮,৪৯,৭৪৬ টাকা।
প্রশ্ন ২. ২০২১ সালে মিনিমাম কত টাকা থাকলে একজন মেয়ের উপর হজ ফরজ হত?
ফাইনালি আমার আহলিয়ার উপর হজ কি ফরজ? ফরজ হয়ে থাকলে কিভাবে বিস্তারিত সেই হিসেব টা বুঝিয়ে দিলে উপরকার হয় মুফতি সাব।
জা ঝা কুমুল্লাহ খইরন