আসসালামুআলাইকুম ওযারাহমাতুল্লাহ।
আমার বাসা দক্ষিণ বনশ্রী, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।
কোনো অবস্থাতেই আমি একা কোথাও আসা যাওয়া করি আমার স্বামী এলাও করেন না। আলহামদুলিল্লাহ!
আমাকে সকালে উনি ভার্সিটি দিয়ে অফিসে যান আর আমার শ্বশুর আমাকে ভার্সিটি থেকে আনতে যান।
সেক্ষেত্রে, কখনো লোকাল বাসে, উবার (প্রাইভেট কারে) , অথবা রিকশা করে আসা হয়।
আমার প্রশ্ন হলো:-
১) আমাকে একটি মেয়ে বলছে, এভাবে শ্বশুরের সাথে একা আসা যাওয়া করা নাকি জায়েজ নাই, যদিও শ্বশুর আমার মাহরাম।
২) বাসে করে আসতে গেলে, উঠা নামা করার সময় যত ই সতর্ক থাকি না কেনো, ভির থাকলে পুরুষের সাথে অনেক সময় গা একটু লেগে যায়। এরপর আমার নিজেকে অনেক বড় গুনাহগার মনে হতে থাকে, আর মানসিক ভাবে অস্থির লাগে খুব। আমার কি এতে গুনাহ হচ্ছে??
৩) আমার জাগতিক কোনো কেরিয়ার প্ল্যান নাই, আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, তাই আমি ভালো কিছু করি এই আশা উনার, মানে আবার বাবা চায় আমি বিসিএস ক্যাডার হই, তবে আমি ইংশা আল্লাহ্ চাকরি করতে চাই না ।
আমার স্বামীর খুব একটা পছন্দ না ,আমার এই ভার্সিটি পড়াশুনা করাটা।
বোঝায় আমাকে, এই সময় টুকু শুধুই ফেৎনা তে তুমি নিজে জেনে বুঝে যাচ্ছো।
আমার এই ভার্সিটি পড়া চালিয়ে যাওয়া কি গুনাহ হচ্ছে???