জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআন হাদীসে এমন কোনো ঘটনা উল্লেখ নেই,আমার জানামতে উহা বানোয়াট,ভিত্তিহীন ঘটনা।
,
তারপরেও তাহা যদি কোনো কিতাবে থেকেই থাকে,তাহলে সেটা ইসরেয়েলী বর্ণনা।
শরীয়তের বিধান অনুযায়ী ইসরায়েলী রেওয়ায়েতের ক্ষেত্রে হুকুম হলো যেই রেওয়ায়াত অহি অথবা জ্ঞানের বিপরিত।
সেটা মানা যাবেনা।
(ফাতাওয়ায়ে ফরিদিয়্যাহ ১/৩৫২)
★ঈসরায়েলী রেওয়ায়াত দ্বারা মূলত বুঝানো হয়েছে যেটা বনি ঈসরাইল (ইহুদী নাছারা) দের কিতাব থেকে নকল করা হয়েছে।
ইসরায়েলী বর্ণনা সম্পর্কে বিস্তারিত জানুনঃ
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ঘটনা যদি ইসরায়েলী রেওয়ায়াত হয়েও থাকে,তারপরেও উল্লেখিত ঘটনা শরীয়তের খেলাফ।
,
তাই তাহা মানা যাবেনা।