ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনাকে বলবো দয়াকরে আপনি এই তালাকের ওয়াসওয়াসাকে পরিহার করুন। কিভাবে পরিহার করবেন,সেটা হল, যখনই মনে এরকম ওয়াসওয়াসা আসবে, সাথে সাথেই মনকে বলবেন, আমি যেহেতু ওয়াসওয়াসার রোগী, তাই আমার ব্যাপারে শরীয়তের হুকুমে শীতিলতা রয়েছে।আমি অন্য দশজনের মত নই। কেননা ওয়াসওয়াসা রোগি কাউকে হত্যা করলেও শরীয়তের দৃষ্টিতে কেসাস আসেনা।ওয়াসওয়াসার রোগী সারাদিন কুফরি বাক্য উচ্ছারণ করলেও সে কাফির হয়না।বরং তার ঈমান বহাল থাকে।
যদি ওয়াসওয়াসা থেকে আপনি বের না হন,তাহলে আপনার ভবিষ্যত আপনি নিজেই নষ্ট করবেন।ওয়াসওয়াসা থেকে বের হওয়ার একমাত্র মাধ্যম হল, এই চিন্তাকে পরিহার করে ভিন্ন চিন্তা গ্রহণ করা,লোকদের সাথে হাশিখুশিতে থাকা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১।
কোন স্ত্রী যদি মেসেজে বলে আমি চলে যাব ডিভোর্স পেপার পাঠিয়ে দিও অথবা যদি বলে আমি চলে যাচ্ছি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, মানে যাওয়ার পর আর কি।স্বামী যদি বলে ঠিক আছে যাও অথবা যদি বলে ঠিক আছে যাও পাঠিয়ে দিব।এখানে ধরেন ডিভোর্স চাইছে যে এর উত্তরে চলে যেতে বলে নি।
স্ত্রী চলে যাব বলেছে যে এর উত্তরে ঠিক আছে যাও বলেছে।
স্ত্রী যদি তালাক বর্তমানে তালাক চাওয়ার নিয়তে বলে, তাহলে তালাক হবে।নতুবা তালাক হবে না।
২।
প্রশ্নটি অস্পষ্ট। তালাকের ওয়সওয়াসা নিয়েই মূলত প্রশ্ন।কমেন্টে পরিস্কার ভাবে লিখে দিবেন।অথবা কল দিবেন।
৩।
স্ত্রীর সাথে মেসেজে ঝগড়ার পর স্বামী বললে 'যাও এখন এখান থেকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব'।
এদ্বারা তালাক হবে না।
৪।
উক্ত প্রশ্ন নিয়ে ফোনে কথা বলতে চাই।